Indian Cricket: ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে পেস বোলারের? বিকল্প তৈরি রাখতে বলা হল নির্বাচকদের!

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় রোহিত শর্মা অর্শদীপ সিংকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে মহম্মদ সিরাজের বদলে টিমে সুযোগ পেয়েছেন অর্শদীপ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সিরাজ জায়গা পাবেন টিমে। দল ঘোষণার পর রোহিত ব্যাখ্যাও দিয়েছিলেন।

Indian Cricket: ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে পেস বোলারের? বিকল্প তৈরি রাখতে বলা হল নির্বাচকদের!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2025 | 2:21 PM

কলকাতা: ক্রমশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূরে সরছেন জসপ্রীত বুমরা। পিঠের চোট সত্ত্বেও তাঁকে রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। যা পরিস্থিতি, পুরো ফিট বুমরাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। নিউজিল্যান্ডে গিয়ে যাঁর কাছে পিঠের অস্ত্রোপচার করিয়েছিলেন, আপাতত তাঁর রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে বোর্ড। তবে বিকল্প ভাবনাও শুরু করে দিতে বলা হল নির্বাচকদের। জটিল পরিস্থিতি যদি তৈরি হয়, তা হলে বিকল্প হিসেবে টিমে শেষ মুহূর্তে এন্ট্রি হতে পারে এক তারকা পেসারের।

চ্যাম্পিয়ন্স ট্রফির যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পাননি তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই তাঁকেই ডাকা হতে পারে। তিনি আর কেউ নন, মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে বুমরার পেস বোলিং সঙ্গী ছিলেন। চমৎকার বোলিংও করেছিলেন। কিন্তু তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে রাখা হয়নি কেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন একঝাঁক প্রাক্তন। চোট নাকি অন্য কোনও কারণ, তার ব্যাখ্যা মেলেনি। বুমরা যদি না খেলতে পারেন, তা হলে সিরাজই হবেন সেরা বিকল্প। তাঁকেই সামির পেস বোলিং সঙ্গী হিসেবে দেখা যাবে দুবাইয়ে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১১ ফেব্রুয়ারি অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন করা যাবে। ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ১২ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ফিটনেস টেস্ট দেওয়ার কথা বুমরার। টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বুমরাকে মাঠে নামানোর একটা প্রক্রিয়া চলছে। যদি ও খেলতে পারে, নির্বাচকদের সেটা জানিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে নির্বাচকদের ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। বুমরা যদি খেলতে পারে, সেটা কিন্তু মিরাকল হবে।’

এই খবরটিও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় রোহিত শর্মা অর্শদীপ সিংকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে মহম্মদ সিরাজের বদলে টিমে সুযোগ পেয়েছেন অর্শদীপ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সিরাজ জায়গা পাবেন টিমে। দল ঘোষণার পর রোহিত ব্যাখ্যাও দিয়েছিলেন, ‘একমাত্র সিরাজই টিমে জায়গা পায়নি। বুমরা খেলতে পারবে কিনা, আমরা নিশ্চিত নই। নতুন বলে বল করতে পারবে, তেমন কাউকে চেয়েছিলাম। অর্শদীপকে সেই ভূমিকায় নেওয়া হয়েছে। নতুন বলে সিরাজের কার্যকারীতা একটু কম। ওর টিমে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যের। তবে এমন কাউকে চাওয়া হয়েছে, যে ওই ভূমিকাতে কার্যকর হতে পারবে।’

৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?