PAK vs WI: ৩৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তানের মাটিতে অবিশ্বাস্য টেস্ট জয় ক্যারিবিয়ানদের!
Pakistan Cricket Team: নিজেদের সেই ফাঁদেই কিনা ধরা পড়ল পাকিস্তান। ১৯৯০ সালে শেষবার পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টিম। তিন দশক পর আবার জয় পেল ক্যারিবিয়ানরা।
মুলতান: প্রথম দিন একটা সময় স্কোরলাইন ছিল ৫৪-৮। সেই টিমই কিনা তৃতীয় অবিশ্বাস্য টেস্ট জিতে ফেলল! মুলতানে স্পিনের আতঙ্ক বিছিয়ে রেখেছিল পাকিস্তান। নোমান আলি হ্যাটট্রিক সহ ৬ উইকেটও নিয়েছিলেন। নিজেদের সেই ফাঁদেই কিনা ধরা পড়ল পাকিস্তান। ১৯৯০ সালে শেষবার পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টিম। তিন দশক পর আবার জয় পেল ক্যারিবিয়ানরা। ১২০ রানে জিতে সিরিজ ১-১ করে ফেলল ক্রেগ ব্রাথওয়েটের দল।
প্রথম ইনিংসে ১৬৩ রানে শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। গুডাকেশ মোতি ৫৫ করেছিলেন। বাকিরা সবাই ব্যর্থ। নোমানের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বিপক্ষকে চেপে ধরেও কিন্তু বড় রান করতে পারেনি পাকিস্তান। সর্বোচ্চ রান এসেছিল মহম্মদ রিজওয়ানের (৪৯) ব্যাট থেকে। আর তাই ১৫৪ রানে রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানদের টপ অর্ডার। ওপেনার ব্রাথওয়েট সর্বোচ্চ ৫২ করেন। ২৪৪ রানে শেষ হয়ে যায় তারা। এই ইনিংসেও নোমান নেন ৪ উইকেট।
এই খবরটিও পড়ুন
মুলতানে জয়ের জন্য ২৫৪ রান দরকার ছিল পাকিস্তানের। ১৩৩ রানে শেষ হয়ে যায় তারা। শান মাসুদের টিমের ব্যাটিং মেরুদণ্ড ভাঙেন জোমেল ওয়ারিকান। বাঁ হাতি স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে সেই তিনিই নিলেন ৫ উইকেট। শান ও মহম্মদ হুরাইরা ২ করে ফেরেন। বাবর আজম চেষ্টা করেছিলেন। ৬৭ বলে ৩১ করে ফেরার পরই পাকিস্তানের হার নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। তবে ওয়েস্ট ইন্ডিজের অবাক জয় নিয়েও আলোচনা কম নেই।