Mohammed Shami: সামিকে দরকার নেই? তা হলে টি-টোয়েন্টি টিমে কী করছেন, বিতর্ক তুঙ্গে!
India vs England T20I Series: একই ছবি দেখা গিয়েছে দ্বিতীয় ম্য়াচেও। নেটে যথারীতি খেটেছেন। কিন্তু প্রথম একাদশে রাখা হয়নি বাংলার পেসারকে। আর তাই জোরালো ভাবে উঠছে প্রশ্নটা, মহম্মদ সামিকে কি দরকার নেই টি-টোয়েন্টিতে?
কলকাতা: কথা ছিল, তাঁর ঘরের মাঠ ইডেনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে। ৪০০ দিন পর মহম্মদ সামিকে আবার ভারতীয় জার্সিতে দেখার জন্য মুখিয়ে ছিল কলকাতা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে অন্য ছবি। নেটে পুরো ছন্দে বোলিং করার পরও তাঁকে খেলানো হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে। এই একই ছবি দেখা গিয়েছে দ্বিতীয় ম্য়াচেও। নেটে যথারীতি খেটেছেন। কিন্তু প্রথম একাদশে রাখা হয়নি বাংলার পেসারকে। আর তাই জোরালো ভাবে উঠছে প্রশ্নটা, মহম্মদ সামিকে কি দরকার নেই টি-টোয়েন্টিতে?
ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্য়াচে একাদশে দেখতে না পাওয়ার পর কিন্তু আশঙ্কিত হয়েছেন অনেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জসপ্রীত বুমরাকে নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সামিও কি ফিট নন? টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের একটি সূত্র কিন্তু জানাচ্ছেন, ‘চোট পাওয়ার সময় যা ওজন ছিল, তার থেকে ২ কেজি কমেছে সামির। চমৎকার ছন্দে বোলিং করছে। তবে টি-টোয়েন্টিতে সামি খুব একটা প্রয়োজনীয় নয়। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হলেই ওকে খেলানো হবে।’
এই খবরটিও পড়ুন
একটা জিনিস বোঝাই যাচ্ছে, সামিকে ফিট করে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় টিম। দলের সঙ্গে থাকা মানে অনেক বেশি ফোকাসড থাকবেন, প্র্যাক্টিসে থাকবেন, নজরেও থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে সেটা ভীষণ জরুরি। সামি যদি ম্যাচ ফিট হয়ে ওঠেন, তবেই তাঁকে সেরা ফর্মে দেখা যাবে। বিশেষ করে বুমরাকে ঘিরে আশঙ্কা সামির প্রয়োজন আরও বাড়িয়ে দিচ্ছে। আর সেই কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওয়ান ডে-তে খেলিয়ে দেখে নেওয়া হবে সামিকে।