AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Amendment Bill: জমিতে আর দাবি জানাতে পারবে না ওয়াকফ কাউন্সিল? JPC-তে পাশ সংশোধনী বিল

Waqf Amendment Bill: সূত্রের খবর, ওয়াকফ বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। খসড়া বিলে মোট যে ১৪টি সংশোধন আনার কথা বলা হয়েছে, তা নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে ২৯ জানুয়ারি। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে।

Waqf Amendment Bill: জমিতে আর দাবি জানাতে পারবে না ওয়াকফ কাউন্সিল? JPC-তে পাশ সংশোধনী বিল
যুগ্ম সংসদীয় কমিটির সদস্যরা।Image Credit: X
| Updated on: Jan 27, 2025 | 2:43 PM
Share

নয়া দিল্লি: ওয়াকফ নিয়মে সংশোধনে সবুজ সঙ্কেত। যুগ্ম সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। খসড়া বিলে মোট ৪৪টি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৪টি সংশোধন এনে বিলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বছরের ২৯ নভেম্বরই এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষদিন অবধি করা হয়। সূত্রের খবর, ওয়াকফ বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। খসড়া বিলে মোট যে ১৪টি সংশোধন আনার কথা বলা হয়েছে, তা নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে ২৯ জানুয়ারি। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে।

বিজেপি সাংসদ তথা যুগ্ম সংসদীয় কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন, “ওয়াকফ আইনে মোট ৪৪টি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। ৬ মাস ধরে আলোচনার পর চূড়ান্ত বৈঠকে ১৪টি সংশোধন গ্রহণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে। বিরোধীরাও সংশোধনের সুপারিশ করেছিল। প্রতিটি প্রস্তাব নিয়েই আলোচনা ও ভোটাভুটি হয়েছে। তাদের প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়েছে, বিরোধিতায় ১৬টি ভোট পড়েছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই এই কমিটির বৈঠক নিয়ে বিরোধী সাংসদদের সঙ্গে শাসক পক্ষের চরম বিরোধ ওঠে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি সহ ১০ সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়। তার আগে অক্টোবর মাসেও জেপিসি বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে কাচের বোতল ভেঙেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কী কী সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল ওয়াকফ বিলে?

  • নতুন আইনে ওয়াকফ কাউন্সিল যেকোনও জমিতে দাবি জানাতে পারবে না বলা হয়েছিল।
  • কমপক্ষে ৫ বছর ইসলাম ধর্ম পালনের পরই ওয়াকফে সম্পত্তি দান করা যাবে।
  • ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ও অন্তত দুইজন মহিলা সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
  • কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন সাংসদস দুইজন প্রাক্তন বিচারপতি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।