AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গিলেন ব্যারি সিন্ড্রোমে’ কাঁপছে মহারাষ্ট্র! কী এই রোগ? পৌঁছবে কলকাতাতেও!

Guillain–Barre syndrome: যে কোনও অজানা রোগের ক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসে, তার উৎস কী? সেটা জানা থাকলেই তবেই তো রোগটা আটকানো সম্ভব। চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে কোনও সংক্রমণ না ইনফেকশন হলে, তার থেকেই সূত্রপাত হয় এই রোগের।

'গিলেন ব্যারি সিন্ড্রোমে' কাঁপছে মহারাষ্ট্র! কী এই রোগ? পৌঁছবে কলকাতাতেও!
Image Credit: GFX- TV9 Bangla
| Updated on: Feb 04, 2025 | 10:59 AM
Share

নয়া দিল্লি: করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর থেকেই নতুন রোগের নাম শুনলে কপালে ভাঁজ পড়ছে সাধারণ মানুষের। সম্প্রতি HMPV নামে এক ভাইরাসকে ঘিরে আতঙ্ক ছড়ায় দেশে। কলকাতাতেও কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। আর এবার ভয় ধরাচ্ছে জিবিএস (GBS)। পুরো নাম গিলেন ব্যারি সিনড্রোম (Guillain Barre Syndrome)। জ্বর-সর্দি-কাশি নয়, এই রোগে অবশ হয়ে যাচ্ছে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। পুনেতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াতেই উদ্বেগ বেড়েছে। এমনকী এই রোগে আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। ১৯১৬ সালে জর্জ গিলেন ও জিন আলেকজান্ডার ব্যারে নামে দুই চিকিৎসক প্রথম এই রোগ শনাক্ত করেন। তাঁদের নামেই এই রোগের নামকরণ করা হয় ‘গিলেন-ব্যারি সিন্ড্রোম’। বাংলাতেও এর...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন