Bangladesh News: ‘ফাঁকা পকেটে’ই বড় বড়় বুলি! ক্ষমতায় ফিরতে ইউনূসের ‘মুখ বন্ধ’ করলেন ট্রাম্প
Bangladesh News: জানা গিয়েছে, গত বছর পালাবদলের পর দেশের টালমাটাল পরিস্থিতিকে সামাল দিতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলির কাছে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণের আবেদন করেছিল ইউনূসের সরকার।
ঢাকা: রাজনৈতিক অস্থিরতা তো ছিলই। এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে ইউনূসের বাংলাদেশ। গতকালই একটি তালিকা প্রকাশ করে বিশ্বের একাধিক দেশে যে ত্রাণ পাঠিয়ে থাকে আমেরিকা, তা বন্ধের ঘোষণা করে দিয়েছিলেন সদ্য় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় নাম বাংলাদেশেরও। আমেরিকার থেকে আগামী ৯০ দিনের জন্য আর কোনও রকম সাহায্য পাবে না ইউনূসের সরকার।
ক্ষমতায় ফিরেই আমেরিকার সরকারি নীতির খোলনলচে বদলে দিয়েছেন ট্রাম্প। রদ হয়েছে বাইডেনের তৈরি করে যাওয়া একাধিক আইনও। নির্বাচনের সময় থেকে দেশের খোলনলচে বদলের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। বলে দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে বাইডেনের তৈরি ‘বোকা বোকা’ আইনগুলিকে বাতিলের খাতায় ফেলে দেবেন। যেমন কথা, তেমন কাজ। ক্ষমতায় বসার পাঁচ দিনের মধ্যে ট্রাম্পের মার পড়ল ইউনূসের ঘাড়েও। আর ত্রাণ বন্ধের জেরে অস্থির বাংলাদেশে পরিস্থিতি আরও সঙ্গীন হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। যার হাত ধরে আপাতত আর্থিক অনুদান ও ত্রাণবিলি ছাড়াও বাংলাদেশে আমেরিকার উন্নয়নমূলক সকল কাজে বাধ পড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, গত বছর পালাবদলের পর দেশের টালমাটাল পরিস্থিতিকে সামাল দিতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলির কাছে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণের আবেদন করেছিল ইউনূসের সরকার। যার মধ্যে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের থেকে নিয়েছিল তারা। যা বাংলাদেশকে চারটি কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইএমএফ।
কিন্তু, সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত আইএমএফ-এর চতুর্থ ও শেষ কিস্তির টাকা পায়নি ইউনূস সরকার। তার মধ্যে আবার হাত তুলে নিল আমেরিকা।