Local Train: আগুন লেগেছে…! সাত সকালে আতঙ্ক শিয়ালদহ লাইনের লোকাল ট্রেনে
Local Train: লোকাল ট্রেনে আগুনের আতঙ্ক। যাত্রীরা ভয় পেয়ে যান রীতিমতো। বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
বারাসত: ট্রেনে আগুন! সকালের লোকাল ট্রেন জুড়ে এমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিয়ালদহ লাইনের ওই লোকাল ট্রেনে তখন যাত্রীর প্রবল ভিড়। ডাউন লাইনের ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে পৌঁছেছে, তার আগেই আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। অনেকেই আতঙ্কে স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণের জন্য থেমে যায় ট্রেন। বড় বিপদের আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের মধ্যে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
যাত্রীদের দাবি বেলিয়াঘাটে স্টেশন ছাড়তেই ধোঁয়া লক্ষ্য করেন যাত্রীরা। সন্দালিয়া স্টেশনে পৌঁছতেই চালক দাঁড় করিয়ে দেন ট্রেন।
সোমবার সকালে ডাউন লাইনে ট্রেনটি যাচ্ছিল। হাসনাবাদ থেকে মাঝেরহাটের দিকে যাচ্ছিল ওই ট্রেন। মাঝে সণ্ডালিয়া কাছে আগুনের আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। খতিয়ে দেখে জানা যায়, ট্রেনের ব্রেক সিস্টেমে আগুন লেগে যায়। সেই কারণেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি।
গত বছর শিয়ালদহ-বনগাঁ লোকালেও আগুন লেগে আতঙ্ক ছড়ায়। আপ বনগাঁ লোকাল সংহতি স্টেশনে পৌঁছনোর আগে চাকায় আগুন বেরতে দেখা গিয়েছিল। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে চালককে বলে ট্রেন থামানো হয়।