Hooghly: প্রায় ৮ কোটি টাকা আয় করেছে চন্দননগর পুলিশ, কীভাবে?
Hooghly: অনুষ্ঠানে চন্দননগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ইয়ার বুক প্রকাশ করা হয়।এখানে তথ্য দিয়ে তুলে ধরা হয় চন্দননগর পুলিশ কীভাবে দুর্ঘটনা কমাতে সক্ষম হয়েছে।মোটর ভেইক্যাল দফতর গত বছর ৬৪ হাজারের বেশি মামলা দায়ের করেছে।
হুগলি: ৬৪,২৩৩ মামলায় ৭ কোটি ৭৫ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। ট্রাফিক ইয়ার বুক বের করে জানিয়ে দিল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির সূচনা হয়েছে সোমবার। চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এডিসপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায়, টিআই ও পুলিশ কর্মীরা।
অনুষ্ঠানে চন্দননগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ইয়ার বুক প্রকাশ করা হয়।এখানে তথ্য দিয়ে তুলে ধরা হয় চন্দননগর পুলিশ কীভাবে দুর্ঘটনা কমাতে সক্ষম হয়েছে।মোটর ভেইক্যাল দফতর গত বছর ৬৪ হাজারের বেশি মামলা দায়ের করেছে।প্রায় আট কোটি টাকা জরিমানা আদায় করেছে।
চন্দননগর পুলিশের ১৮৭.৫৯ স্কোয়ার কিমি এলাকায় রাজ্য সড়ক জিটি রোড,দিল্লি রোড ও জাতীয় সড়ক রয়েছে। সেখানে প্রতিবছর অনেক দুর্ঘটনা লেগে থাকে। পথ নিরাপত্তায় জোর দেওয়ার পর উল্লেখযোগ্য ভাবে দুর্ঘটনা কমেছে।
পুলিশ কমিশনার বলেন, “দিল্লি রোডে আলো লাগানো হয়েছে। ট্রাফিক পরিকাঠামো উন্নত করা হয়েছে। সর্বোপরি পুলিশ আধিকারিক ট্রাফিক কর্মীদের পরিশ্রমে দুর্ঘটনায় মৃত্যু কমানো গিয়েছে।” স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তার বিষয়ক সচেতনতার র্যালি হয় চুঁচুড়া শহরে। ভালো কাজ করা ট্রাফিক হোমগার্ডদের পুরস্কৃতও করা হচ্ছে।