Indian Army Set World Records: সেনার মাথায় নতুন পালক, ‘ডেয়ারডেভিলস’-এর কীর্তিতে নাম উঠল ৩৯ বিশ্ব রেকর্ডের বইতে
Indian Army Set World Records: ৯টি মোটরসাইকেলে ৩৩ জন সেনা কর্মী নিয়ে ২০.৪ ফুট লম্বা এই একটি মানব পিরামিড তৈরি করে তাঁরা। নয়াদিল্লির বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথে ২ কিলোমিটার রাস্তা এই পিরামিড করে এগিয়ে যান তাঁরা।
ভারতীয় সেনার মাথায় নতুন পালক, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের সকালেই গড়ে ফেলল নতুন বিশ্ব রেকর্ড। কর্পস অফ সিগন্যাল মোটরসাইকেল রাইডার ডিসপ্লে টিম, ওরফে ‘ডেয়ারডেভিলস’ টিম ২৬ জানুয়ারি সকালে দিল্লির কর্তব্যপথে চলন্ত বাইকেই তৈরি করে এক বিশাল মানব পিরামিড। ক্যাপ্টেন আশিস রানার নেতৃত্বে, গড়া চলন্ত মোটরসাইকেলে ওই মানব পিরামিডটি এখনও অবধি সর্বোচ্চ। তাতেই তৈরি নতুন বিশ্ব রেকর্ড।
৯টি মোটরসাইকেলে ৩৩ জন সেনা কর্মী নিয়ে ২০.৪ ফুট লম্বা এই একটি মানব পিরামিড তৈরি করে তাঁরা। নয়াদিল্লির বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথে ২ কিলোমিটার রাস্তা এই পিরামিড করে এগিয়ে যান তাঁরা।
মানব পিরামিড ছাড়াও আরও বেশ কয়েকটি কাঠামো গড়ে এই টিম। এই দলটি বুলেট স্যালুট, ট্যাঙ্ক টপ, ডাবল জিমি, ডেভিলস ডাউন, ল্যাডার স্যালুট, শত্রুজিৎ, শ্রদ্ধাঞ্জলি, মার্কারি পিক, ইনফো ওয়ারিয়র্স এবং লোটাস সহ বেশ কয়েকটি ফর্মেশন প্রদর্শন করে। যা দেখে স্বভাবতই মুগ্ধ হয়ে ওঠে দর্শকরা।
কর্পস অফ সিগন্যালের একটি ইউনিট, দ্য ডেয়ারডেভিলস, ২৬ জানুয়ারি নিজেদের কীর্তির জন্য আন্তর্জাতিক স্তরে প্রশংসা অর্জন করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস সহ ৩৩ টি বিশ্ব রেকর্ডের পালক উঠেছে তাঁদের মাথায়।
প্রসঙ্গত, ডেয়ারডেভিলস প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে। ভারত জুড়ে ১৬০০টিরও বেশি প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং সেনা দিবসের প্যারেড, পাশাপাশি অন্যান্য সামরিক ইভেন্টে প্রদর্শনীও।
এই দিন মোটরসাইকেল প্রদর্শনের আগে, ৫০০০ শিল্পী ‘জয়তি জয়া মামঃ ভারতম’ শিরোনাম পরিবেশন করেন। ১১ মিনিটের এই বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪৫ ধরনের নাচের অংশ ছিল। এমনকি এই প্রথমবার সব দর্শকরা যাতে প্রদর্শনী উপভোগ করতে পারেন, তার জন্য বিজয় চক থেকে সি হেক্সাগন পর্যন্ত সমগ্র কার্তব্য পথ জুড়ে পারফরম্যান্স প্রদর্শন করে।