গুলেন বারি ছড়াচ্ছে আতঙ্ক, মৃত্যুও হল ১ রোগীর! পুণেতেই আক্রান্ত ১০১
Guillain-Barre: সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে গুলেন বারিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগীর ডায়েরিয়া ছিল। পাশাপাশি সর্দিকাশিও ছিল। গত ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে আইসিইউ-তে রাখা হয়েছিল।
পুণে: তীব্র আতঙ্ক। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গুলেন-বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা। এবার এই অজানা রোগে মৃত্যুও হল এক রোগীর। পুণেতে গুলেন বারি আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছেছে।
বিরল স্নায়ুজনিত রোগ গুলেন বারি সিনড্রোম। এই সংক্রমণে স্নায়ুতে আক্রমণ করে। ক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। সেখান থেকে অসাড় হয়ে যায় শরীর। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে রোগীরা। মহারাষ্ট্রের পুণেতে ছড়িয়ে পড়েছে এই বিরল রোগ। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে।
জানা গিয়েছে, সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে গুলেন বারিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগীর ডায়েরিয়া ছিল। পাশাপাশি সর্দিকাশিও ছিল। গত ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে তাঁর অবস্থার উন্নতি হলে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু গতকাল হঠাৎ তাঁর অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট হয়। এরপরই তার মৃত্যু হয়।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আক্রান্তদের স্বাস্থ্যও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, তা স্পষ্টভাবে জানা না গেলেও, চিকিৎসক-বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, অস্বাস্থ্য়কর খাবার বা পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।