যুবতীকে একা পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল, ঘর থেকে যখন বেরল, মুখ থেকে টপটপ করে পড়ছে রক্ত! কী হল ঘরের ভিতরে?
Crime: বাড়িতে একা পেয়েই যুবতীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল গ্রামেরই এক যুবক। জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, চলে ধস্তাধস্তি। মান-সম্মান বাঁচাতেই চিৎকার করে যুবতী। চিৎকার শুনে আসেপাশের লোকজন এসে তো হতভম্ব। দেখলেন, যুবতী নয়, বরং অভিযুক্ত যুবকই রক্তে ভাসছে।
লখনউ: কুনজর ছিল অনেকদিন আগে থেকেই। অপেক্ষা ছিল শুধু সুযোগের। বাড়িতে একা পেয়েই যুবতীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল গ্রামেরই এক যুবক। জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, চলে ধস্তাধস্তি। মান-সম্মান বাঁচাতেই চিৎকার করে যুবতী। চিৎকার শুনে আসেপাশের লোকজন এসে তো হতভম্ব। দেখলেন, যুবতী নয়, বরং অভিযুক্ত যুবকই রক্তে ভাসছে। তাঁর মুখ থেকে টপটপ করে পড়ছে রক্ত।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুরে। এক যুবক সীতাপুরের মাহমুদাবাদ এলাকার এক যুবতীর বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। যুবতী চিৎকার করতে শুরু করলে, সে নিজের জিভ কেটে ফেলে দেয় আবর্জনার স্তূপে। বর্তমানে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে গেলে পুলিশ তাঁর বক্তব্য গ্রহণ করবে।
যুবতী পুলিশকে জানিয়েছেন, শনিবার তিনি বাড়িতে একা ছিলেন। এরই মধ্যে হারদোইয়ের বান্দিপুর গ্রামের বাসিন্দা মনোজ নামক ওই যুবক জোর করে তাঁর বাড়ির ভেতরে আসে। তারপর শ্লীলতাহানি করে। বাধা দিলে মারধরও করে। প্রাণ বাঁচাতেই যুবতী চিৎকার করে।
এদিকে, বিপদ বুঝে ওই যুবক ঘরে কেউ প্রবেশ করার আগেই নিজেই নিজের জিভ কেটে ফেলে। জিভ কেটে কাটা অংশ আবর্জনার মধ্যে ফেলে দেয়। এরপর স্থানীয় লোকজন যখন ছুটে আসেন, তখন তার অবস্থা দেখে রক্তাক্ত অবস্থায় অভিযুক্ত মনোজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের মানসিক অবস্থা স্থিতিশীল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।