Rohit Sharma: রোহিতকে প্রণাম… হিটম্যানের স্ত্রীকে গ্যালারিতে দেখে অবাক করা কাণ্ড ঘটালেন MI প্রাক্তনী
MI, IPL 2025: জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০০ রানের বড় ব্যবধানে জয় মুম্বইয়ের। এই নিয়ে টানা ৬ ম্যাচে জিতেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই।

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলের (IPL) সবচেয়ে সফল দলের মধ্যে একটি। প্রতি বছরেই অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে দল নামায় মুম্বই। একাধিক নতুন প্রতিভার জন্ম দিয়েছে এই দল। যারা পরবর্তী সময়ে দেশের হয়ে ভালো খেলেছেন। তেমনই এক প্রতিভার জন্ম দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নাম তাঁর আকাশ মাধওয়াল। ২০২৩ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় মাধওয়ালের। দুই বছর মুম্বইয়ের হয়ে দারুণ খেলেছিলেন তিনি। গত বছরের শেষে জেড্ডায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে আকাশকে ১.২ কোটি টাকায় কেনে রাজস্থান রয়্যালস। দল বদলালেও প্রাক্তন অধিনায়কের প্রতি সম্মান এক ফোটাও কমেনি তাঁর। তারই প্রমাণ মিলল বৃহস্পতিবার রাতে, আইপিএলের ম্যাচে।
জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০০ রানের বড় ব্যবধানে জয় মুম্বইয়ের। এই নিয়ে টানা ৬ ম্যাচে জিতেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই। পিঙ্ক আর্মিকে হারানোর দিন ম্যাচের শেষে দেখা গিয়েছে এক মন ভালো করা দৃশ্য। যেখানে রোহিতের প্রতি আকাশের শ্রদ্ধা ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় রাজস্থান রয়্যালসের পেসার আকাশ মাধওয়ালের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, রোহিত শর্মাকে সামনে দেখে প্রথমে হাতজোড় করে সম্মান জানান আকাশ এরপর রোহিত গ্যালারির দিকে দেখান আকাশকে। সেখানে দেখা যায় রোহিতের স্ত্রী ঋতিকা সজদে দাঁড়িয়ে ছিলেন। তাঁর দিকেও হাত জোড় করে শুভেচ্ছা জানাতে দেখা যায় আকাশকে। ঋতিকাও মুখে হাসি নিয়ে মাধওয়ালকে দেখে হাত নাড়েন। রোহিত এবং আকাশের মধ্যে কথপোকথনের পরে হিটম্যানকে দেখা যায় মাধওয়ালের জার্সিতে সই করতে।
বৃহস্পতিবার এই মরসুমে রাজস্থানের হয়ে প্রথম বার মাঠে নামেন আকাশ মাধওয়াল। যদিও তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে এই ম্যাচে উইকেট পাননি তিনি। এই ম্যাচের পরে আরসিবিকে পিছনে ফেলেছে মুম্বই। পয়েন্ট টেবলের শীর্ষে এখন মুম্বই। যদিও আরসিবির থেকে একটা ম্যাচ বেশি খেলেছে এমআই ব্রিগেড।
No one can earn this with money 🥺🤍
Rohit Sharma | Akash Madhwal pic.twitter.com/4gRHYrJlDv pic.twitter.com/r28CI8UiUJ
— 𝑲𝒓𝒊𝒔𝒉𝒏𝒂 (@SavageFlyy) May 1, 2025
