মুম্বইয়ে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajastan Royals) ও পঞ্জাব কিংস (Punajb Kings)। টসে জিতে সঞ্জু স্যামসন প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল কেএল রাহুলদের। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তোলে ২২১ রান। এই ম্যাচে প্রত্যাশামত ছক্কা বৃষ্টি দেখা গেল। ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। পাশাপাশি আইপিএলে রাহুলের দু’হাজার রানও পূর্ণ হল। ২৮ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন দীপক হুডা। প্রথম ম্যাচে হতাশ করেননি ক্রিস গেইলও। ইউনিভর্সাল বসের ব্যাট থেকে এসেছে ৪০ রান। রাজস্থানের হয়ে অভিষেককারী চেতন সাকারিয়া ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। ২২২ রানের টার্গেট নিয়ে রান তাড়া করতে নেমে ৪ রানে হারল রাজস্থান রয়্যালস। ৬৩ বলে ১১৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না রাজস্থানের নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন।
Somewhere between 19.5 and 19.6… pic.twitter.com/317E743OtL
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2021
শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৪ রানে ম্যাচ জিতে নিল রাহুলে পঞ্জাব।
This one went down to the wire! Sanju goes for the big shot over cover, but doesn’t get all of it. Taken. @PunjabKingsIPL win by 4 runs.#VIVOIPL #RRvPBKS pic.twitter.com/HklxqlAGY2
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
জয়ের জন্য রাজস্থানকে তুলতে হবে এক ওভারে ১৩ রান।
রাইলি মেরিডিথের বলে আউট হলেন রাহুল তেওয়াটিয়া। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।
১৯ রান এসেছে এই ওভার থেকে।
১৭.৫ ওভারে রাজস্থান দলগত দ্বিশতরান পূর্ণ করল।
৫৪ বলে সেঞ্চুরি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের।
.@IamSanjuSamson with the first ? of #VIVOIPL 2021 season.
Well played, Sanju ??
Live – https://t.co/PhX8Fz0Uoz #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/9GaDeONePf
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
এই ওভার থেকে এসেছে ৮ রান ও এক উইকেট।
২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রিয়ান পরাগ।
পরাগের ব্যাট থেকে এসেছে ২টি ছক্কা ও সঞ্জুর ব্যাট থেকে একটি ছক্কা। মোট ২০ রান এসেছে এই ওভার থেকে।
এই ওভার থেকে এসেছে একটি চার ও একটি ছয়। মোট ১৩ রান।
১৪ রান এসেছে এই ওভার থেকে।
১৩ ওভার থেকে এসেছে ১১ রান ও এক উইকেট।
২৩ রান করে সাজঘরে ফিরলেন শিবম দুবে।
.@arshdeepsinghh with his second wicket of the game. Dube was looking to go big, but departs after scoring 23 runs.
Hooda with a fine catch in the deep.
Live – https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/TAuc7ODpxC
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
এই ওভার থেকে এসেছে ৮ রান।
এই ওভার থেকে এসেছে ১৪ রান।
১০.৪ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন।
A wonderful half-century for @IamSanjuSamson ??
His 14th #VIVOIPL
Live – https://t.co/WNSqxT6ygL #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/gMNmWxgyna
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
১০.২ ওভারে রাজস্থান দলগত শতরান পূর্ণ করল।
এই ওভার থেকে এসেছে ৮ রান।
৯ ওভার থেকে এসেছে ৯ রান।
এই ওভার থেকে এসেছে এক উইকেট ও ১০ রান।
৭.৩ ওভারে রিচার্ডসনের বলে ক্লিন বোল্ড হলেন জস বাটলার। ২৫ রান করে ফিরলেন তিনি।
Bowled!
Jhye Richardson with his first wicket as Buttler is bowled for 25.
Live – https://t.co/WNSqxT6ygL #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/uUktD5zZl4
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
৯ রান এসেছে এই ওভার থেকে।
৬ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৫৯। এই ওভার থেকে এসেছে দুটি চার। মোট ১১ রান।
৫.১ ওভারে রাজস্থানের দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন সঞ্জু-জস।
বাটলারের ব্যাট থেকে এই ওভারে এসেছে ৪টি চার। মোট ১৮ রান এসেছে ৫ ওভার থেকে।
এই ওভার থেকে এসেছে ৫ রান ও এক উইকেট।
১২ রান করে ফিরে গেলেন মনন ভোরা।
দুটি চার মেরেছেন অধিনায়ক সঞ্জু। এই ওভার থেকে এসেছে ৮ রান।
এই ওভার থেকে এসেছে ১৩ রান। মননের ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।
পঞ্জাবের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে ১ উইকেট ও ৪ রান।
কোনও রান না করেই ফিরে গেলেন বেন স্টোকস। প্রথম ওভারের তৃতীয় বলেই সামি নিলেন স্টোকসের উইকেট
.@MdShami11 starts the proceedings with the ball and strikes in the third delivery.
Ben Stokes departs for a duck.
Live – https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/VY901EPUpO
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
ওপেনিংয়ে নামলেন বেন স্টোকস ও মনন ভোরা।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ২২১ রান।
A job to do in the second innings. ?
P.S. How good was Chetan Sakariya? ?#HallaBol | #RoyalsFamily | #RRvPBKS pic.twitter.com/DrnL0ViAYU
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2021
এই ওভার থেকে এসেছে ১১ রান।
১৪ ওভারে পঞ্জাব ১৫০/২। এই ওভার থেকে এসেছে ২০ রান।
রাজস্থানের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে একটি উইকেট ও ৭ রান।
৮ ওভারে পঞ্জাব ৭০/১। এই ওভারে গেইলের ব্যাট থেকে এসেছে একটি ছয়। রাহুলের ব্যাট থেকে একটি চার। মোট ১২ রান এসেছে ৮ ওভার থেকে।
১২ রান এসেছে এই ওভার থেকে। পাশাপাশি দুটি চারও রয়েছে এই ওভারে।
৬.৩ ওভারে পঞ্জাব দলগত ৫০ রান পূর্ণ করল।
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে পঞ্জাব কিংস। ৬ ওভারে পঞ্জাব ১ উইকেটে ৪৬।
এই ওভার থেকে এসেছে মোট ৮ রান। মুস্তাফিজুরের চার নম্বর বলে চার মেরেছেন গেইল।
এই ওভার থেকে এসেছে ৯ রান। এই ওভারে মরিসের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন রাহুল।
রাজস্থানের জন্য সফল ওভার। এই ওভার থেকে এসেছে এক রান ও এক উইকেট।
২.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। ১৪ রান করে ফিরলেন তিনি।
Chetan Sakariya opens his account with the wicket of Mayank Agarwal.#PBKS 22/1
Live – https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/AgH2ZiqgmM
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
এই ওভার থেকে এসেছে ১১ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে এসেছে একটি চার।
প্রথম ওভারের তৃতীয় বলে মায়াঙ্কের চার এবং ওভারের শেষ বলে রাহুলের চার। এই ওভার থেকে এসেছে ১০ রান।
পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, ডি হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
The first XI that will don the red and gold! ?
Tuhadde ?❓#SaddaPunjab #IPL2021 #PunjabKings #RRvPBKS pic.twitter.com/uzyuVYysaG
— Punjab Kings (@PunjabKingsIPL) April 12, 2021
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ:
রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জস বাটলার, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
4️⃣ Royals to make their debut in our season opener! ?
Your thoughts? ??#HallaBol | #RRvPBKS | #RoyalsFamily | @Dream11 pic.twitter.com/9406GP4e7o
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2021
পঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হল শাহরুখ খান, ঝাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথ এই তিন ক্রিকেটারের।
Three debutants for the @PunjabKingsIPL.
Shahrukh Khan, Jhye Richardson and Riley Meredith receive their caps ahead of #PBKS first game of #VIVOIPL 2021.#RRvPBKS pic.twitter.com/5q8Txy0woe
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের।
.@rajasthanroyals Captain @IamSanjuSamson wins the toss and elects to bowl first against #PBKS.
Follow the game here – https://t.co/WNSqxT6ygL #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/YhjX2T9MKZ
— IndianPremierLeague (@IPL) April 12, 2021