Ravindra Jadeja: টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই কি বায়ো বাবল ছাড়লেন জাডেজা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 12, 2022 | 4:42 PM

কেন ক্যাপ্টেন্সি ছেড়েছেন? কেন টিমের বায়ো বাবল থেকে বেরিয়ে গেলেন? এখন আইপিএলে বিতর্কের সবচেয়ে বড় মুখ রবীন্দ্র জাডেজা। যে বিতর্কের জড়িয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিও।

Ravindra Jadeja: টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই কি বায়ো বাবল ছাড়লেন জাডেজা?
Ravindra Jadeja: টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই কি বায়ো বাবল ছাড়লেন জাডেজা?
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) টিম ম্যানেজমেন্টের সঙ্গে কেন দূরত্ব তৈরি হল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)? ক্যাপ্টেন্সি ইস্যু নিয়েই যে জটিলতা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার পরও প্রশ্ন, জাডেজাকে কি আগামী মরসুমে সিএসকের হয়েই খেলতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। বরং বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে, তীব্র অখুশি জাডেজা নিজের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো সন্দীহান। যে টিমের হয়ে দীর্ঘদিন খেলছেন আইপিএলে (IPL 2022), সেই টিমেই যে এমন পরিস্থিতি হতে পারে, অনেকেই ভাবতে পারেননি। জাডেজাও নন। এই পুরো বিষয় নিয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভূমিকা কী? সে উত্তর এখন মিলছে না। কিন্তু জটিলতা ক্রমশ বাড়ছে। পাঁজরের হাড়ের চোট লাগায় জাডেজা আর আইপিএলের বাকি ম্যাচ খেলতে পারবেন না। চোট যে দু’পক্ষের সম্পর্কেও লেগেছে, তা নিয়েও দ্বিধা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক চেন্নাই টিমের সঙ্গে জুড়ে থাকা একজন বলছেন, ‘জাডেজার যে চোট রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে এটাও সত্যি যে, টিম ম্যানেজমেন্ট ও জাডেজার সম্পর্কও আর আগের মতো নেই। ক্যাপ্টেন হিসেবে ওর ব্যর্থতার পর থেকেই দূরত্ব বাড়তে শুরু করেছে। ওর সঙ্গে যে ঠিক হয়নি, সেটা ওর মনে হয়েছে। তার পর থেকেই পুরো ব্যাপারটা ঘেঁটে গিয়েছে।’

দু’পক্ষের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে, তা বোঝা গিয়েছিল বুধবারই, যখন ইন্সটাগ্রামে জাডেজাকে আনফলো করে দেয় সিএসকে। টিমের সিইও কাশী বিশ্বনাথন কিন্তু যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন। তিনি সাফ বলছেন, ‘ওর চোট লেগেছে। এর বাইরে আর কিছু নয়। টিম ম্যানেজমেন্ট ওকে নিয়ে অখুশি নয়। দুভার্গ্যবশত ওর চোট লেগেছে। সেই কারণেই ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ইন্সটাগ্রামের ব্যাপারটা নিয়ে আমার কোনও ধারণাই নেই। সোশ্যাল মিডিয়া ব্যাপারটাতে আমি নেই।’

জাডেজা-বিতর্কের মধ্য়ে ধোনিও জড়িয়ে পড়েছেন। সিএসকেতে খেলা প্রাক্তন এক ক্রিকেটার বলছেন, ‘সিএসকে ক্যাপ্টেন কী ঘটছে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু কিছু যে ঘটছে এবং সেটা ঠিক নয়, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। ক্যাপ্টেন্সি থেকে জাডেজাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের মধ্যে দিয়েই সেটা আরও ফুটে উঠেছে। সবচেয়ে আশ্চর্যের যেটা লেগেছে, জাডেজার বিরুদ্ধে ধোনির মুখ খোলা।’

জাডেজার পাঁজরের চোটের অবস্থা কেমন? কতদিনে সুস্থ হয়ে উঠতে পারেন? এ সব নিয়ে কোনও ব্যাখ্যাই সিএসকে শিবিরের তরফে বলা হয়নি। কেনই বা তিনি টিমের বায়ো বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তা নিয়েও উপযুক্ত যুক্তি তুলে ধরতে পারছে না সিএসকে ম্যানেজমেন্ট। আর তাই জাডেজা বিতর্ক ক্রমশ ডালপালা মেলছে।

Next Article