নয়াদিল্লি : আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই এক বড় দায়িত্ব নিয়েছেন সিএসকের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ১৬তম আইপিএলের (IPL) পরই ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাতে ভারতের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন ঋতু। কিন্তু তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি। কারণ, আইপিএলের পরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঋতুরাজ। মহারাষ্ট্রের মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ঋতুরাজ। এ বার বিয়ের পর ২২ গজে ফিরলেন। আর মাঠে ফিরেই সকলকে চমকে দিলেন ঋতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে (Maharashtra Premier League) ঋতুরাজের ব্যাটে চার-ছয়ের বন্যা দেখা দিয়েছে। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর মাঠে ফিরে এমন একটা ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতালেন ঋতুরাজ, যা নিয়ে চর্চা চলছে। আরও একটি বিশেষ কারণে ঋতুরাজ রয়েছেন খবরের শিরোনামে। কারণ, মহারাষ্ট্রের মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিয়ের পর বদলে গিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের জার্সি নম্বর। এ বারের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ঋতুরাজকে দেখা গিয়েছে ১৩ নম্বর জার্সি পরে খেলতে। এই জার্সি নম্বরের পিছনে এক বিশেষ কারণ রয়েছে। যা জড়িয়ে ঋতুর ‘লেডি লাক’ এর সঙ্গে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Captain Ruturaj Gaikwad?
Shots of mighty ?. Looks so pleasing?pic.twitter.com/Ps0Ctw2n4u— ????????? (@SergioCSKK) June 15, 2023
ঋতুরাজ গায়কোয়াড়কে ৩১ নম্বরের জার্সি পরে আগে খেলতে দেখা যেত। এ বার বিয়ের পর ১৩ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা গেল ঋতুকে। তাঁর স্ত্রী উৎকর্ষাও এই ১৩ নম্বরের জার্সি পরেন। কোলাপুর টাস্কার্সের বিরুদ্ধে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে ঋতুর ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি দেখা গিয়েছে। তার পর থেকে নেটিজ়েনরা বলছেন, ‘লেডি লাক’-ই জেতাল ঋতুরাজকে। এমপিএলের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে তিনি ২৭ বলে ৬৪ রানের ইনিংস উপহার দিয়েছেন। যাতে রয়েছে ৫টি চার ও ৫টি ছয়।
Ruturaj Gaikwad was seen wearing jersey no 13 which is same of his wife Utkarsh
What a lovely couple pic.twitter.com/VolCAePu9Q
— Muffadal Vohra (@_mufadal_vohra_) June 15, 2023
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে মুখোমুখি হয়েছিল পুনেরি বাপ্পা ও কোলাপুর টাস্কার্স। এ বারের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা প্রতিটি ক্রিকেটার অংশ নিয়েছেন। পুনেরি বাপ্পার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে কোলাপুরের ক্যাপ্টেন কেদার যাদব। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুরাজ। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে কোলাপুর। রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারেই ১৪৫ এর লক্ষ্যপূরণ করে ফেলে পুনেরি। ৮ উইকেটে ম্যাচ জেতেন ঋতুরাজরা। এবং ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন পুনেরির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।