ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমের শুরুর দিকেই বলেছিলেন, তাঁর শেষ আইপিএল। টানা হার, এরপর টানা জয়। প্লে-অফে জায়গা করে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি জিতেই আইপিএলকে বিদায় জানাতে চেয়েছিলেন। সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। প্লে-অফে বিদায় নেয় আরসিবি। পরে সরকারি ভাবেই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন কিপার-ব্যাটার দীনেশ কার্তিক। এ বার খেলবেন অন্য় দেশের লিগে। প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগে সই করলেন দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের নতুন মরসুমে পার্ল রয়্য়ালসে খেলতে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে। কেরিয়ারে নানা ওঠা নামা দেখা গিয়েছে কার্তিকের। শ্রীলঙ্কায় ঐতিহাসিক নিদাহাস ট্রফি জয়ের নায়ক। এরপর জাতীয় দলে কার্যত নিয়মিত হয়ে উঠেছিলেন। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর ফের বাদ পড়েন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাবর্তন হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে নেওয়ার দাবি উঠেছিল। তা অবশ্য় হয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবসরের পরই তাঁকে মেন্টর তথা ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে স্কাই স্পোর্টসের হয়ে ইংল্যান্ডের হান্ড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন কার্তিক। SA20-তেই সই করে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলার প্রচুর ভালো অভিজ্ঞতা রয়েছে। নতুন করে সুযোগ আসায় হারাতে চাইনি। আমার কাছে এটা স্পেশাল টুর্নামেন্ট হতে চলেছে। আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগে ভালো লাগছে। রয়্যালসের হয়ে ভালো কিছুই করতে চাই।’
From India to South Africa, this legend is signed and his flight is booked! ✈️💗 pic.twitter.com/EUvfgNrUP2
— Paarl Royals (@paarlroyals) August 6, 2024