SA T20 Auctions: দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগে ত্রিস্তান স্টাবসকে কিনতে পকেটে টান!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 20, 2022 | 9:30 AM

Tristan Stubbs: বড় নামের মধ্যে অবিক্রীত ইংল্যান্ডের একমাত্র ওয়ান ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে অধিনায়ক তেম্বা বাভুমা এবং সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

SA T20 Auctions: দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগে ত্রিস্তান স্টাবসকে কিনতে পকেটে টান!
Image Credit source: TWITTER

Follow Us

কেপটাউন : নতুন বছরে শুরু হচ্ছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ। দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগ (SA T20 League) এবং আরব আমিরশাহি টি ২০ প্রতিযোগিতা। দুই লিগেই দল কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিরা। দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগ হবে ছয় দলের। আইপিএলের ছ’টি ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে। টুর্নামেন্টের নিলামে তাক লাগানো দর উঠল দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ত্রিস্তান স্টাবসের (Tristan Stubbs) জন্য। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন। টি ২০ বিশ্বকাপ এবং ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। নিলামে তাঁকে নিয়ে জোরদার লড়াই চলল। শেষ অবধি ৯.২ মিলিয়ন ব়্যান্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪ কোটির বেশি দামে তাঁকে নিল সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers EC)।

দক্ষিণ আফ্রিকা লিগের ছ’টি দল হল- এমআই কেপটাউন, প্রিটোরিয়া ক্যাপিটালস, পার্ল রয়্যালস, ডারবান সুপার জায়ান্টস, জোহানেসবার্গ সুপার কিংস, সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রতিটি দলই কিনেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী এই লিগে প্রতিটি দলের স্যালারি ক্যাপ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি। এর মধ্যে ত্রিস্তান স্টাবসকে কিনতেই মোটা অঙ্ক খরচ করায় পকেটে টান পড়ল সানরাইজার্সের। তাঁকে নিয়ে শুরুতে লড়াই চলল এমআই কেপটাউন,পার্ল রয়্যালসের মধ্যে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকা লিগেও তাঁকে পেতে ঝাপিয়েছিল এমআই কেপটাউন। আসরে নামে পার্ল রয়্যালসও। পরবর্তীতে মূলত লড়াই চলে জোহানেসবার্গ সুপার কিংস এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ-এর মধ্যে।

উদ্বোধনী লিগে তাঁকে নিয়ে এত হুলুস্থুল। স্বাভাবিকভাবেই অবাক দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান স্টাবস। তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘আমার শিহরণ হচ্ছে।’ নিলামে সানরাইজার্সের কেনা উল্লেখযোগ্য আরও কিছু নাম দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জানসেন, রাইলি রসো। পেসার লুনগি এনগিডি, বাঁ হাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকেও কিনেছে সানরাইজার্স। ডারবান সুপার জায়ান্টস কিনেছে হেনরিখ ক্লাসেন এবং বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে। জোহানেসবার্গ সুপার কিংস কিনেছে ইংল্যান্ড ব্যাটার ডেভিড মালান এবং হ্যারি ব্রুককে। বড় নামের মধ্যে অবিক্রীত ইংল্যান্ডের একমাত্র ওয়ান ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে অধিনায়ক তেম্বা বাভুমা এবং সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

Next Article