TV9 বাংলা ডিজিটাল – ভারত অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ নিয়ে উন্মদনা তুঙ্গে। গতবার বিরাটের দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। এবার সেই সম্মান ধরে রাখার লড়াই। সচিনও (Sachin Tendulkar) মজে আছেন বর্ডার গাভাসকর ট্রফি নিয়ে। অস্ট্রেলিয়ার মাঠে সফল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি একজন। ২০০৪ (2004) সালে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে এসেছিল ২৪১ রানের ইনিংস।
এবার সেই ইনিংসের একটা গোপন কথা জানালেন সচিন। একটা গান শুনেই নাকি বাজিমাত করেছিলেন তিনি। সিডনিতে (Sydney) মাঠে নামার আগে, তিনটি টেস্টে সচিনের ব্যাট রান ছিল না। দল সেই সিরিজে অস্ট্রেলিয়াকে সেয়ানে সেয়ানে টেক্কা দিয়েছে। কিন্তু তিনি অবদান রাখতে পারছেন না। এটা যেন মেনে নিতে পারেছিলেন না মাস্টার ব্লাস্টার।
সিডনিতে ঘুরে গেল ভাগ্যের চাকা। ব্রায়ান অ্যাডামসের ‘সামার অব সিক্সটি নাইনের’ ছন্দেই যেন, নিজের ব্যাটে রান ফিরে পেয়েছিলেন সচিন। গোটা ম্যাচে তিনি একটাই গান (song) শুনেছেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ইন্টারভিউতে সচিন বলছেন, ‘আমি ব্রায়ানের সামার অব সিস্কটি নাইন গানটি লুপে চালিয়ে রেখেছিলাম। হোটেল থেকে মাঠে আসা, লাঞ্চ টাইম, টি টাইম বা মাঠ থেকে হোটেলে ফেরা, পাঁচ দিন একটাই গান শুনেছি আমি।’
আরও পড়ুন – শীর্ষে থেকেই বছর শেষ বিরাটের, দ্বিতীয় রোহিত
সেটাই ছিল স্টিভ ওয়ার শেষ সিরিজ। সৌরভের টিম ইন্ডিয়া সেবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের চোখে চোখ রেখে লড়াই করেছিল। ১-১ ড্র হয়েছিল সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটদের সিরিজ জয়ের আগে, সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার সব থেকে ভাল পারফরম্যান্স।
TV9 বাংলা ডিজিটাল – ভারত অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ নিয়ে উন্মদনা তুঙ্গে। গতবার বিরাটের দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। এবার সেই সম্মান ধরে রাখার লড়াই। সচিনও (Sachin Tendulkar) মজে আছেন বর্ডার গাভাসকর ট্রফি নিয়ে। অস্ট্রেলিয়ার মাঠে সফল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি একজন। ২০০৪ (2004) সালে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে এসেছিল ২৪১ রানের ইনিংস।
এবার সেই ইনিংসের একটা গোপন কথা জানালেন সচিন। একটা গান শুনেই নাকি বাজিমাত করেছিলেন তিনি। সিডনিতে (Sydney) মাঠে নামার আগে, তিনটি টেস্টে সচিনের ব্যাট রান ছিল না। দল সেই সিরিজে অস্ট্রেলিয়াকে সেয়ানে সেয়ানে টেক্কা দিয়েছে। কিন্তু তিনি অবদান রাখতে পারছেন না। এটা যেন মেনে নিতে পারেছিলেন না মাস্টার ব্লাস্টার।
সিডনিতে ঘুরে গেল ভাগ্যের চাকা। ব্রায়ান অ্যাডামসের ‘সামার অব সিক্সটি নাইনের’ ছন্দেই যেন, নিজের ব্যাটে রান ফিরে পেয়েছিলেন সচিন। গোটা ম্যাচে তিনি একটাই গান (song) শুনেছেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ইন্টারভিউতে সচিন বলছেন, ‘আমি ব্রায়ানের সামার অব সিস্কটি নাইন গানটি লুপে চালিয়ে রেখেছিলাম। হোটেল থেকে মাঠে আসা, লাঞ্চ টাইম, টি টাইম বা মাঠ থেকে হোটেলে ফেরা, পাঁচ দিন একটাই গান শুনেছি আমি।’
আরও পড়ুন – শীর্ষে থেকেই বছর শেষ বিরাটের, দ্বিতীয় রোহিত
সেটাই ছিল স্টিভ ওয়ার শেষ সিরিজ। সৌরভের টিম ইন্ডিয়া সেবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের চোখে চোখ রেখে লড়াই করেছিল। ১-১ ড্র হয়েছিল সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটদের সিরিজ জয়ের আগে, সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার সব থেকে ভাল পারফরম্যান্স।