Indian Cricket: বঞ্চিত! সিরাজকে নিয়ে মুখ খুললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর
IND vs ENG Test Series: বলা হয়েছিল, পুরনো বলে দাগ কাটতে পারছেন না সিরাজ। ইংল্যান্ড সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্স। তাঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ঠ নয়। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও মুখ খুলেছেন মহম্মদ সিরাজকে নিয়ে।

ইংল্যান্ড সিরিজ যেন মহম্মদ সিরাজের নতুন সংস্করণ গড়ে দিয়েছে। অতীতেও ভারতীয় দলের জার্সিতে একের পর এক চোখ ধাঁধানো পারফর্ম করেছিলেন। কিন্তু ইংল্যান্ডের আগে তিনটি সিরিজে সেই দাপট দেখা যায়নি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডে টিম থেকেও বাদ দেওয়া হয় সিরাজকে। বলা হয়েছিল, পুরনো বলে দাগ কাটতে পারছেন না সিরাজ। ইংল্যান্ড সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্স। তাঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ঠ নয়। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও মুখ খুলেছেন মহম্মদ সিরাজকে নিয়ে। কী বলছেন কিংবদন্তি?
ইংল্যান্ডের মাটিতে এই সিরিজের নামকরণ হয়েছে, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। সচিনের নামাঙ্কিত ট্রফিতে মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স। মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর একটি সাক্ষাৎকারে বলেন, ‘অবিশ্বাস্য, দুর্দান্ত। এরও বেশি। ওর মানসিকতা আমার দারুণ লাগে। প্রচণ্ড ছটফটে, চনমনে। একজন ফাস্ট বোলার হিসেবে সারাক্ষণ একই এনার্জি ধরে রাখা খুবই কঠিন। কোনও ব্যাটারই চাইবে না এমন বোলারকে খেলতে। শেষ দিন অবধিও যে মানসিকতা নিয়ে বোলিং করে গেল, তা প্রশংসনীয়।’
সচিন তেন্ডুলকর আরও যোগ করেন, ‘ওভাল টেস্টের শেষ দিনে ও যেভাবে বোলিং শুরু করল তা বলে বোঝানো যাবে না। যখনই আমাদের ওকে প্রয়োজন হয়েছে, ও পারফর্ম করেছে। ওর থেকে যে প্রত্যাশা রাখা হয়েছে, পূরণ করেছে। অতীতেও ও এমন দুর্দান্ত পারফর্ম করেছে। এই সিরিজে তাই নতুন নয়। তবে একটা কথা বলতেই হয়, ও যেভাবে পারফর্ম করে, সেই অনুযায়ী কৃতিত্ব পায় না।’ সিরাজকে নিয়ে যে অনেকটা আক্ষেপ সচিনের, তা যেন কথাতেই পরিষ্কার।
