বাংলা সহ ছয় রাজ্যের শিশুদের পাশে সচিন

sushovan mukherjee |

Nov 30, 2020 | 12:53 PM

বাংলা তো বটেই, আর পাঁচ রাজ্যের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়ভার নিতে চলেছে 'ইকাম'। যে সংস্থার সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন খোদ সচিন তেন্ডুলকর (SACHIN TENDULKAR)।

বাংলা সহ ছয় রাজ্যের শিশুদের পাশে সচিন
বাংলা তো বটেই, আর পাঁচ রাজ্যের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়ভার নিতে চলেছে 'ইকাম'। যে সংস্থার সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন খোদ সচিন তেন্ডুলকর (SACHIN TENDULKAR)। ছবি সৌজন্যে - টুইটার (সচিন তেন্ডুলকর)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল– বাংলা তো বটেই, আর পাঁচ রাজ্যের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়ভার নিতে চলেছে ‘ইকাম’। যে সংস্থার সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন খোদ সচিন তেন্ডুলকর।
নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুরা, যারা কঠিন রোগে ভুগছে, তারা অনেকেই ঠিকঠাক চিকিৎসা পায় না। ইমকা সেই সব শিশুদের পাশে দাঁড়ায়। এই সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সচিনও। যাতে ওই পিছিয়ে পড়া শিশুদের চিকিৎসা তো বটেই, সামাজিক ক্ষেত্রেও এগিয়ে দেওয়া যায়।

আরও পড়ুন – মারাদোনাকে আবেগের ‘শ্রদ্ধার্ঘ্য’ মেসির

ইকামের ম্যানেজিং পার্টনার অমিতা চট্টোপাধ্যায় বলেছেন, ‘সচিনের সঙ্গে এই সংস্থার গাঁটছড়া অত্যন্ত কাজে লেগেছে। দুঃস্থ শিশুদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে উনি খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন। সচিন আর এই সংস্থা ওই সব শিশুদের সুস্থ জীবন দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’

 

সচিন বরাবরই শিশুদের জন্য কোনও না কোনও উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন। বিশ্ব শিশুদিবসের সময় ইউনিসেফের নানা কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে থাকেন। কিছু দিন আগেই আসামের করিমগঞ্জের মাকুন্দা হাসপাতালকে শিশুরোগ চিকিৎসার জন্য নানা প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছেন। এতে প্রায় ২ হাজার শিশু উপকৃত হয়েছে। ইকামের সঙ্গে জুড়ে যাওয়ার ফলে দেশের নানা প্রান্তের আরও অনেক শিশু নানা ভাবে উপকৃত হবে বলে বিশ্বাস সংস্থার কর্তাদের।

Next Article