India vs South Africa: রাবাডাদের বিরুদ্ধে নামার আগেই রোহিতের আফ্রিকান সাফারি

Dec 23, 2023 | 7:50 PM

IND vs SA, Rohit Sharma: বন্যাপ্রাণীর ওপর ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রেম কারও অজানা নয়। বিশেষ করে বলতে হয় রাইনোর কথা। রোহিতের একটি ফাউন্ডেশনও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সাফারি মিস করেন না রোহিত। এ বারও স্ত্রী-কন্যাকে নিয়ে সাফারিতে বেরিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। স্ত্রী ঋতিকা এবং রোহিত নিজেও তার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। আনন্দের মুহূর্ত ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।

India vs South Africa: রাবাডাদের বিরুদ্ধে নামার আগেই রোহিতের আফ্রিকান সাফারি
Image Credit source: INSTAGRAM

Follow Us

কলকাতা: বক্সিং ডে টেস্টের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। ট্রফি অবশ্য আসেনি। প্রথম সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। গত বার অস্ট্রেলিয়ার কাছে। তৃতীয় পর্বে ভারত পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে। পথ এখনও অনেকটাই বাকি। নতুন পর্বে এখনও অবধি দুটি টেস্ট খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরপর দ্বিতীয় সিরিজ দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজ শুরুর আগেই অবশ্য আফ্রিকান সাফারি শুরু রোহিত শর্মার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকায় গত সফরে ছিলেন না রোহিত শর্মা। সেই সফর থেকেই সাদা বলের ক্রিকেটে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিতকে। চোটের কারণে রোহিত ছিটকে যাওয়ায় ওয়ান ডে অধিনায়ক করা হয়েছিল লোকেশ রাহুলকে। টেস্টেও পাওয়া যায়নি রোহিতকে। এ বার দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে বিশ্রাম নিয়েছিলেন রোহিত, বিরাটের মতো অনেক সিনিয়র ক্রিকেটারই। ২৬ ডিসেম্বর শুরু ২ ম্যাচের টেস্ট সিরিজ। রোহিতদের পুরোদমে প্রস্তুতি শুরু হবে কাল থেকে। তার আগে ছুটির মেজাজে রোহিতরা।

বন্যপ্রাণীর ওপর রোহিতের প্রেম কারও অজানা নয়। বিশেষ করে বলতে হয় রাইনোর কথা। রোহিতের একটি ফাউন্ডেশনও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সাফারি মিস করেন না রোহিত। এ বারও স্ত্রী-কন্যাকে নিয়ে সাফারিতে বেরিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। স্ত্রী ঋতিকা এবং রোহিত নিজেও তার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। আনন্দের মুহূর্ত ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।

সামনে মাঠের লড়াইয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের জন্য। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে যেমন ভরসা দিয়েছিলেন, তেমনই ব্যাট হাতেও। তবে এতটা পথ পেরিয়েও ট্রফি জেতা হয়নি। সেই আক্ষেপ দূরে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে। দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। রোহিতের সৌজন্যে সেই সাফল্য আসে কিনা, সেটাই দেখার।