দলীপ ট্রফির স্কোয়াডে রয়েছেন সাই সুদর্শন। দলীপের আগে লাল-বলের প্রস্তুতি সারতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেন তামিলনাড়ুর সাই সুদর্শন। ভারতীয় দলের হয়েও খেলেছেন। তবে টেস্ট স্কোয়াডে এখনও জায়গা মেলেনি। ভারত-এ দলের হয়েও খেলেছেন। হয়তো খুব তাড়াতাড়ি টেস্ট স্কোয়াডেও দেখা যেতে পারে তাঁকে। এর জন্য লাল-বলের ক্রিকেটে ধারাবাহিকতা প্রয়োজন। কাউন্টিতে সারের হয়ে প্রথম সেঞ্চুরিতে নির্বাচকদেরও যেন বার্তা দিলেন সাই সুদর্শন।
এর আগেও সারের হয়ে কাউন্টিতে খেলেছেন সাই সুদর্শন। এ বার অবশ্য সীমিত সময়ের জন্য। দুটি ম্যাচই খেলবেন তিনি। সারের হয়ে নতুন মরসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে এক ইনিংস ব্যাটিং পেয়েছিলেন। মাত্র ৬ রান করেছিলেন সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং সাই সুদর্শনের। তাও আবার ছয় নম্বরে ব্যাট করতে নেমে। তাঁর সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫২৫ রানের বিশাল স্কোর গড়ে সারে কাউন্টি ক্লাব।
ক্যাপ্টেন ররি বার্নস অনবদ্য ১৬১ রানের ইনিংস খেলেন। আর এক ওপেনার ডম সিবলি অবশ্য রান পাননি। তিন ও চারে নামা রায়ান প্যাটেল ও উইল জ্যাকস হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। গোল্ডেন ডাক বেন ফোকস। ছয়ে প্রবেশ সাইয়ের। ১৭৮ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস। ১০টি বাউন্ডারি এবং ১টি মাত্র ওভার বাউন্ডারি। সেঞ্চুরিতে পৌঁছন সেই ওভার বাউন্ডারি মেরেই। জবাবে নটিংহ্যামশায়ার ৩ উইকেটে ১৪৪ রান তুলেছে।
A brilliant moment for Sai Sudharsan! 🫶💯
🤎 | #SurreyCricket https://t.co/rin3LLBhRR pic.twitter.com/76IvDxViih
— Surrey Cricket (@surreycricket) August 30, 2024