বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) টিমে যোগ দিলেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা। প্রচুর ক্রিকেটার বন্ধু রয়েছে তাঁর। বিয়ে করেছেন ক্রিকেটারকে। এ বার নিজেও ক্রিকেটের আঙিনায়। টেনিস ব়্যাকেট পাকাপাকিভাবে তুলে রাখবেন এ মাসেই। আগেই ঘোষণা করে দিয়েছেন সানিয়া। খেলোয়াড় হিসেবে অবসরের পরবর্তী কেরিয়ারের পথটাও সুগম করে রাখলেন সানিয়া (Sania Mirza)। তাহলে কি স্বামী শোয়েবের মতো ব্যাট হাতে নামবেন সানিয়া? নাহ্, ওসব ভাবনার কোনও জায়গা নেই। বিরাট কোহলির দল আরসিবিতে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন তিনি। দিন দুয়েক আগেই উইমেন্স প্রিমিয়র লিগের অকশন হয়ে গিয়েছে। ঘোষিত হয়েছে WPL-এর পূর্ণ সূচি। মেয়েদের আইপিএল নিয়ে হইচইয়ের মধ্যে বড় চমক দিল আরসিবি। টেনিস সুন্দরীকেও দলে ভিড়িয়ে নিল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত TV9 Bangla-য়।
প্রথম উইমেন্স প্রিমিয়র লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩ কোটি ৪০ লাখ টাকায় তারা দলে নিয়েছে ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানাকে। এরপর একে একে রেণুকা সিং, বাংলার রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়ে ফেলেছে আরসিবি। আইপিএলে এখনও পর্যন্ত ট্রফি ঢোকেনি দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটির ঘরে। অথচ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা রয়্যালদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। তারকাখচিত দল নিয়েও ট্রফি না জেতার আক্ষেপ পূরণ করতে পারে আরসিবির WPL দল। স্মৃতি মান্ধানার নেতৃত্ব প্রথম ডব্লিউপিএল জয়ের স্বপ্ন দেখছে আরসিবি। লক্ষ্যপূরণ করতে কোনও ফাঁক রাখতে চাইছে না তারা। তাই ভারতীয় টেনিসের পোস্টার গার্লের কাছে গিয়েছিল মেন্টর হওয়ার প্রস্তাব। এমন সুযোগ না করার কোনও কারণ দেখেননি অবসরের দোরগোড়ায় থাকা ৩৬ বছরের সানিয়া।
While our coaching staff handle the cricket side of things, we couldn’t think of anyone better to guide our women cricketers about excelling under pressure.
Join us in welcoming the mentor of our women’s team, a champion athlete and a trailblazer! ?
Namaskara, Sania Mirza! ? pic.twitter.com/r1qlsMQGTb
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023
সানিয়া তাঁর দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা উজাড় করে দিতে তৈরি। ক্রিকেটীয় কলাকৌশলের বাইরের বিষয় ও সমস্য়া নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন সানিয়া। চাপ সামলানোর দাওয়াই বাতলে দেবেন তিনি। ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিসকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা কাজে লাগতে পারেন সেদিকেই থাকবে চোখ।