নয়াদিল্লি: সাত তারিখ থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দু’বছর আগে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। কাপ-ঠোঁটের ফারাক ঘোচাতে মরিয়া টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের সামনে এ বার অস্ট্রেলিয়া। এ বছর দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে টেস্টে বিশ্বসেরা হতে চান রোহিত শর্মারা। ইংল্যান্ডে জোরকদমে অনুশীলনও শুরু করে দিয়েছে ভারতীয় দল। দলনায়ক রোহিত শর্মা আইপিএলে একেবারেই রানের মধ্যে ছিলেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে হিটম্যানের ফর্ম নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যদিও রোহিতে ভরসা রাখছেন দেশেরই এক প্রাক্তন ক্রিকেটার। তিনি সঞ্জয় মঞ্জরেকর। তিনি মনে করেন, আইপিএলের ফর্ম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও প্রভাব ফেলবে না। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
আইপিএলে রানের খোঁজে ছিলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ খেললেও, হিটম্যানকে হাতে গোনা কয়েকটি ম্যাচ ছাড়া সে ভাবে সপ্রতিভ দেখায়নি। আইপিএল শুরুর আগেও চোট-আঘাত নিয়ে সতীর্থদের সতর্ক করেছিলেন হিটম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ই তাঁর পাখির চোখ। আইপিএলে রোহিতের খেলাতেও সেই ঝাঁঝ দেখা যায়নি। রোহিতের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মোটেই চিন্তিত নন মঞ্জরেকর। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘রোহিতের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্টের একদমই চিন্তার কোনও কারণ নেই। টেস্ট ফরম্যাটে ঠিক রানে ফিরবে ও।’ একই সঙ্গে তিনি বলেন, ‘গত বছর আইপিএলেও রোহিতের ব্যাটে রান ছিল না। তবে দেশের জার্সিতেই ছন্দে ফেরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই রান পায়।’
টেস্ট ফরম্যাটে রোহিতের পরিসংখ্যান নিয়েও আশার আলো দেখছেন সঞ্জয় মঞ্জরকের। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, টেস্টে রোহিতের ব্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে হিটম্যানের দুর্বলতাও দেখিয়ে দিলেন মঞ্জরেকর। তাঁর কথায়, ‘ব্যাটিংয়ে একটা জায়গাতেই রোহিতের দুর্বলতা রয়েছে। পুল মারার ক্ষেত্রে বেশির ভাগ সময়ই ওকে আউট হতে দেখেছি। অনেক সময়ই বিপক্ষ দল ওকে এই স্ট্র্যাটেজিতে প্যাভিলিয়নে ফিরিয়েছে। তবে এটা আবার রোহিতের প্রিয় শটও বটে। পুল মেরে অধিকাংশ রানও করেছে ও।’
এখনও পর্যন্ত ৪৯ টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তাঁর নামের পাশে রয়েছে ৯ সেঞ্চুরি আর ১৪ হাফসেঞ্চুরি। ব্যাটিং গড় ৪৫-র বেশি।