Abu Dhabi T10 League: গেইলদের আবু ধাবি টিমের কোচ হলেন সারা টেলর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2021 | 9:26 AM

সারার মতো কোনও মহিলা কোচের একটা ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার ঘটনা এই প্রথম। যদিও সারা কাউন্টি ক্রিকেটে সাকেক্সের ছেলেদের টিমের কোচ ছিলেন।

Abu Dhabi T10 League: গেইলদের আবু ধাবি টিমের কোচ হলেন সারা টেলর
Abu Dhabi T10 League: গেইলদের আবু ধাবি টিমের কোচ হলেন সারা টেলর (ছবি-টুইটার)

Follow Us

আবু ধাবি: ছেলেদের ক্রিকেটেও এ বার মেয়েদের দাপট। আবু ধাবি টি-টেন লিগে (Abu Dhabi T10 League) আবু ধাবি টিমের সহকারী কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সারা টেলর (Sarah Taylor)। ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগ। তার আগে সারার মতো কোনও মহিলা কোচের একটা ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার ঘটনা এই প্রথম। যদিও সারা কাউন্টি ক্রিকেটে সাকেক্সের ছেলেদের টিমের কোচ ছিলেন।

সারা বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় পা দেওয়া একটা বিরাট ব্যাপার। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে কোচ, ক্রিকেটাররা নানা টিমের হয়ে খেলতে আসে। এটার একটা পজিটিভ দিক আছে। ডাগআউটে আমাকে দেখে কোনও বাচ্চা মেয়ের মধ্যে ক্রিকেট খেলার স্বপ্ন বাড়তে পারে। কোনও মেয়ের হয়তো কোচিং করানোর ইচ্ছে বাড়বে। ওদের মনে হতে পারে, সারা টেলর যদি পারে, আমরা পারব না কেন!’

২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর ১০টা টেস্ট, ১২৬ ওয়ান ডে, ৯০টা টি-টোয়েন্টি খেলেছেন। ৩২ বছরের সারা অবসর ঘোষণার আগে হান্ড্রেড ও টি-টোয়েন্টি কাপ খেলেছেন। সারা বলেছেন, ‘হয়তো আমি ফ্র্যাঞ্চাইজি লিগে ছেলেদের টিমের প্রথম মহিলা কোচ হলাম। আমিই কিন্তু শেষতম উদাহরণ হয়ে থাকব না। আরও অনেকে এই সুযোগ পাবে। কোচিং আমার প্যাশন। আর ছেলেদের ক্রিকেট দুনিয়ায় ঢুকে পড়া আমার কাছে একটা বড় ব্যাপার তো বটেই। ছেলেদের পরিবেশে ঢোকাতে আমার কোনও দিনই কোনও সমস্যা ছিল না। আমি বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখি। যে কেউ নিজেকে আরও বেশি করে প্রমাণ করার তাগিদ নিয়েই আসে। কোচ হিসেবেও তার ব্যতিক্রম হয় না।’

ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটোই জিতেছেন সারা টেলর। টিমের হেড কোচ প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লান্স ক্লুসনার। যিনি এখন আফগানিস্তান টিমের কোচ। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন সারা। পাশাপাশি টিমে রয়েছেন ক্রিস গেইল, লিয়াম লিভিংস্টোন, ক্রিস বেঞ্জামিনরা। সারা বলেছেন, ‘আবু ধাবিতে কবে পা দেব, তার জন্য দিন গুনতে শুরু করেছি।’

আরও পড়ুন: T20 World Cup 2021 England vs Australia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: শারজায় আজ শ্রীলঙ্কা-দঃ আফ্রিকা ম্যাচে নজরে ডি’কক

আরও পড়ুন: T20 World Cup 2021 South Africa vs Sri Lanka Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচ

Next Article