কলকাতা: শত বঞ্চনার উত্তর মুখে নয়, ব্যাটে দিলেন মুম্বইয়ের ছেলে সরফরাজ খান (Sarfaraz Khan)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। মনের ভেতর যে কারণে আগুন জ্বলছিল। এ বার সরফরাজের মনে জমে থাকা রাগের আগুন এ বার রাজকোটে তাঁর ব্যাট দিয়ে ঝরল চার-ছয়ের মাধ্যমে। অধিনায়ক রোহিত শর্মা আউট হলেই মাঠে নামার সুযোগ পান সরফরাজ খান। রোহিত যখন ১৩১ রানের একটা অনবদ্য ইনিংস শেষ করে মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন সেই সময় সরফরাজের পিঠ চাপড়ে দিতে দেখা যায়। তারপর থেকে রাজকোট টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের প্রায় শেষ অবধি ক্রিজে ছিলেন সরফরাজ খান। বৃহস্পতিবার সকালে যখন টেস্ট (Test) ডেবিউ ক্যাপ পেয়েছিলেন সরফরাজ, সেই সময় তাঁর বাবা ও স্ত্রীকে মাঠে দাঁড়িয়েই কাঁদতে দেখা যায়। সরফরাজের জার্সিতে জ্বলজ্বল করছিল ৯৭ নম্বর। জানেন কেন ৯৭ নম্বর নিজের জার্সির জন্য বেঁছে নিয়েছেন সরফরাজ?
ক্রিকেটারদের জার্সি নম্বরের পেছনে থাকে বিভিন্ন গল্প। মুম্বইয়ের ছেলে সরফরাজের জার্সির ক্ষেত্রেও রয়েছে বিশেষ কারণ। বাবার জন্যই সরফরাজের জার্সির নম্বর ৯৭। ৯ এবং ৭ এই দুই নম্বরের সঙ্গে সরফরাজের বাবার যোগ রয়েছে। নও (৯) এবং সাত (৭) আসলে নওশাদের নামের সঙ্গে মিল থাকায় সরফরাজ বেছে নিয়েছেন ৯৭ নম্বর জার্সি। আক্ষেপের জায়গা শুধু, ৬২ করে ড্রেসিংরুমে ফিরলেন সরফরাজ। অভিষেক ম্যাচে সেঞ্চুরি পাওয়ার মতো ব্যাট করছিলেন। সেই তাঁকেই কিনা থামতে হল রান আউটে।
শুধু সরফরাজ খানই নন, তাঁর ভাই মুশির খানও ৯৭ নম্বর জার্সি পরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সম্প্রতি খেলেছেন। দুই ভাই-ই তাঁদের বাবার জন্য ৯৭ নম্বর জার্সিকে আপন করে নিয়েছেন। নওশাদ খান মুম্বইয়ের বেশ নামকরা কোচ। সরফরাজ ও মুশিরের রক্তে যে কারণে রয়েছে ক্রিকেট। বলা হচ্ছে, সরফরাজের মতোই সিনিয়র টিমে মুশিরও জায়গা করে নেবেন। দুই ভাই যদি একসঙ্গে খেলেন, তখন জার্সি নম্বর কী হবে? নওশাদের ডাকনাম কী, এ নিয়েও কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে খোঁজ খবর চলছে।