অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। আগের দিন চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এ দিন অ্যাডিলেডে হর্ষল প্যাটেলের বল লাগে বিরাটের পেটের দিকে। নেটে প্র্যাক্টিস পিচেই বসে পড়েন বিরাট। এশিয়া কাপ থেকে অনবদ্য ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপে এখনও চোখ ধাঁধানো কিছু ইনিংস খেলেছেন। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে এ দিন প্র্যাক্টিস সেশনে আতঙ্কের পরিবেশ তৈরি হল। পাশাপাশি নেটে ব্যাট করছিলেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বোলিং করছিলেন হর্ষল প্য়াটেল। ঠিক কী ঘটেছিল, তুলে ধরল TV9Bangla।
স্বচ্ছন্দেই ব্য়াট করছিলেন ফর্মে থাকা বিরাট। যদিও একটি ডেলিভারির বাউন্স বুঝতে পারেননি। কিছুক্ষণ নেটেই হাঁটু মুড়ে বসে থাকেন বিরাট। যদিও চোট খুব গুরুতর নয় বলেই অনুমান করা হচ্ছে। এরপর অবশ্য সাময়িক বিশ্রাম নিয়ে ফের ব্যাট করেন বিরাট কোহলি। নেট ছাড়ার সময় ফুরফুরে মেজাজেই ছিলেন বিরাট। ক্রিকেট প্রেমীদের অনেকেই বিরাটকে অটোগ্রাফের আবদার করেন। অস্ট্রেলিয়ায় এমনটা নতুন নয়। বিরাট কোহলি মাঠের পারফরম্যান্সে যেমন সকলকে আনন্দ দিচ্ছেন, তেমনই সমর্থকদের অটোগ্রাফের আবদারও মেটান। এ দিনও তাই করলেন। অনেকের সেলফির আবদারও মেটালেন কিং কোহলি।
অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। আগের দিন চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এ দিন অ্যাডিলেডে হর্ষল প্যাটেলের বল লাগে বিরাটের পেটের দিকে। নেটে প্র্যাক্টিস পিচেই বসে পড়েন বিরাট। এশিয়া কাপ থেকে অনবদ্য ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপে এখনও চোখ ধাঁধানো কিছু ইনিংস খেলেছেন। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে এ দিন প্র্যাক্টিস সেশনে আতঙ্কের পরিবেশ তৈরি হল। পাশাপাশি নেটে ব্যাট করছিলেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বোলিং করছিলেন হর্ষল প্য়াটেল। ঠিক কী ঘটেছিল, তুলে ধরল TV9Bangla।
স্বচ্ছন্দেই ব্য়াট করছিলেন ফর্মে থাকা বিরাট। যদিও একটি ডেলিভারির বাউন্স বুঝতে পারেননি। কিছুক্ষণ নেটেই হাঁটু মুড়ে বসে থাকেন বিরাট। যদিও চোট খুব গুরুতর নয় বলেই অনুমান করা হচ্ছে। এরপর অবশ্য সাময়িক বিশ্রাম নিয়ে ফের ব্যাট করেন বিরাট কোহলি। নেট ছাড়ার সময় ফুরফুরে মেজাজেই ছিলেন বিরাট। ক্রিকেট প্রেমীদের অনেকেই বিরাটকে অটোগ্রাফের আবদার করেন। অস্ট্রেলিয়ায় এমনটা নতুন নয়। বিরাট কোহলি মাঠের পারফরম্যান্সে যেমন সকলকে আনন্দ দিচ্ছেন, তেমনই সমর্থকদের অটোগ্রাফের আবদারও মেটান। এ দিনও তাই করলেন। অনেকের সেলফির আবদারও মেটালেন কিং কোহলি।