রবিবারে পর সোমবার, আবার ম্যাচ স্থগিত দক্ষিণ আফ্রিকায়

sushovan mukherjee |

Dec 07, 2020 | 1:06 PM

করোনার ধাক্কায় ইংল্যান্ডর দক্ষিণ আফ্রিকা (England vs South Africa) সফর অনিশ্চিত। প্রথম একদিনের ম্যাচ বাতিল হওয়ার পর এবার দ্বিতীয় (2nd odi) ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ হওয়ার কথা।

রবিবারে পর সোমবার, আবার ম্যাচ স্থগিত দক্ষিণ আফ্রিকায়
করোনা আতঙ্কে বাতিল হওয়ার মুখে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর। ছবি সৌজন্যে - টুইটার (সিএসএ)

Follow Us

TV9 বাংলা –  পরপর দু’দিন দুটি ম্যাচে ধাক্কা। রবিবার প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর, সোমবার দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড (South Africa – England) দ্বিতীয় একদিনের ম্যাচ (one day match) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দুই দেশের বোর্ড। কারণ একটাই বায়ো-বাবলের মধ্যেই তৈরি হওয়া কোভিড আতঙ্ক। একদিনের সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, দুই হোটেল কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এবার সফররত ইংল্যান্ড দলেরও দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন বলেই অনুমান। এখনও রিপোর্ট আসেনি তাদের পরীক্ষার।

 

 

এমন অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ খেলার ঝুঁকি নিতে নারাজ দুই দেশের বোর্ডই। তাই রবিবার প্রথম একদিনের ম্যাচ বাতিল হওয়ার পর, সোমবার দ্বিতীয় একদিনের ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। দুই দেশের বোর্ড ও ডাক্তারদের যৌথ দল গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। করোনা পরীক্ষার রিপোর্ট আসার পরই সিরিজ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – ফিটনেস নিয়ে সিরিয়াস, রোগা হচ্ছেন রোহিত

তবে ক্রিকেট মহলের মতে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তাতে ক্রিকেট হওয়াটা খুব কঠিন। সূচি অনুযায়ী বুধবার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ। কিন্তু খেলা হবে কি না সন্দেহ। সিরিজ বাতিল হয়ে গেলে সব থেকে বেশি চাপ পড়বে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর্থিক ক্ষতির পাশাপাশি তাদেঁর তৈরি বায়ো-বাবলের মান নিয়েও যে প্রশ্ন উঠে গেছে। ইংল্যান্ড সফর শেষ হলে, একে একে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া আসবে রাবাডাদের দেশে। কিন্তু ইংল্যান্ড দলের অভিজ্ঞতা দেখে তারা পিছিয়ে গেলে, মুখ পুড়বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের।

Next Article