নিজের জন্মস্থানে থাকায় বিশ্বাসী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর তার জন্যই রাঁচির (Ranchi) রিং রোডে (Ring Road) এক বিলাসবহুল ফার্ম হাউসও (farm house) বানিয়েছেন মাহি। সে কথা সকলেরই জানা। ২০১৭ সালে ধোনি বানান তাঁর স্বপ্নের এই ফার্ম হাউস। নাম রাখেন, "কৈলাশপতি"। ৭ একর জুড়ে চোখ ধাঁধানো মাহির ফার্ম হাউসে কী নেই! জিম, সুইমিং পুল, পার্ক ছাড়াও আছে অনেক কিছুই। দেখে নিন মহেন্দ্র সিং ধোনির বিলাসবহুল রাঁচির ফার্ম হাউসের কিছু অদেখা ছবি...
Jun 07, 2021 | 1:58 PM
৭ একর জায়গা জুড়ে রয়েছে মাহির বিলাসবহুল এই ফার্ম হাউস। এটি বানাতে তিন বছর সময় লেগেছিল। (সৌজন্যে-টুইটার)
1 / 6
সুযোগ পেলেই পরিবারের সঙ্গে রাঁচির ফার্ম হাউসে সময় কাটান মহেন্দ্র সিং ধোনি। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
2 / 6
চারিদিক খোলামেলা এই ফার্ম হাউসে মুক্ত বাতাসের কোনও অভাব নেই। তার মাঝেই ধোনিকন্যার যোগ ব্যায়ামও চলে। (সৌজন্যে-টুইটার)
3 / 6
মাহির ফার্ম হাউসে পোষ্যদের তালিকা দিন দিন বাড়ছে। আগে ৪টে কুকুর ছিল। এখন সেই তালিকায় দুটি ঘোড়াও যুক্ত হয়েছে। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)