India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নেই সামি, দলে বাংলার স্পিনার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 26, 2022 | 9:37 PM

Shahbaz Ahmed: তিন ম্যাচের টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। পরিবর্তে দলে জায়গা পেলেন বাংলার বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নেই সামি, দলে বাংলার স্পিনার
শাহবাজ আহমেদ। তিরুবনন্তপুরমে পৌঁছলেন রোহিতরা।
Image Credit source: FILE PHOTO, PTI

Follow Us

নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজেও নেই বাংলার পেসার মহম্মদ সামি। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে ছিলেন সামি। কোভিড আক্রান্ত হওয়ায় স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। পরিবর্তে নেওয়া হয়েছিল উমেশ যাদবকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াডেও সামির বদলি থাকছেন উমেশ। তিন ম্যাচের টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। পরিবর্তে দলে জায়গা পেলেন বাংলার বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। টি ২০ ফরম্যাটে প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন শাহবাজ। এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়ান ডে সিরিজে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ডাক পেয়েছিলেন শাহবাজ। যদিও এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেন শাহবাজ। টি ২০ ফরম্যাটেই তাঁর পারফরম্যান্স খুবই ভালো। ধারাবাহিকতার সৌজন্যেই সুযোগ পেলেন টি ২০ স্কোয়াডে।

বুধবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি ২০ সিরিজ। তার আগে ভারতীয় শিবিরে ধাক্কা দীপক হুডাও। ব্যাক স্প্য়াজমের জন্য হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের জন্য ভাবাই হয়নি তাঁকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, দীপক হুডার মেডিক্যাল আপডেট। তাঁর পরিবর্তে স্কোয়াডে যোগ করা হচ্ছে শ্রেয়স আইয়ারকে। টি ২০ বিশ্বকাপে স্ট্যান্ড বাই রয়েছেন শ্রেয়স। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ পেলে এবং ভালো পারফর্ম করলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবেন শ্রেয়স। দীপক হুডার সেরে উঠতে কতদিন লাগবে, তা নিশ্চিত নয়।

হার্দিককে বিশ্রাম দিয়ে পরিবর্তে স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ। তা অবশ্য অবাক করার মতোই সিদ্ধান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তার বক্তব্য, ‘হার্দিকের বিকল্প হিসেবে আর কোনও পেস বোলিং অলরাউন্ডার রয়েছে! রাজঅঙ্গদ বাওয়া তরুণ প্লেয়ার। অপরিণত। সে কারণেই ওকে এ দলে খেলানো হচ্ছে। ওকে সিনিয়র দলে জায়গা করে নিতে আরও অনেকটা সময় দিতে হবে। কোনও বিকল্প নেই বলেই অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নেওয়া হয়েছে।’

মহম্মদ সামির প্রসঙ্গে বোর্ড কর্তা বলেন, ‘সামি এখনও কোভিড থেকে সেরে ওঠেননি। ওর আরও সময় লাগবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সামির পরিবর্ত হিসেবে উমেশকেই রাখা হচ্ছে।’

Next Article