কলকাতা: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ডামাডোলের ঘটনা নতুন নয়। ওডিআই বিশ্বকাপের পর খোলনলচে বদলে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট টিমের। বাবর আজম তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন। তারপর ঘটা করে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন করা হয় শান মাসুদকে। এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্যাপ্টেন বানানো হয় শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)। ভারতে চলতি আইপিএলের পর এ বছরই হবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে টি-২০ বিশ্বকাপের আগে বদলে যেতে পারেন পাকিস্তানের অধিনায়ক। আর এই ইঙ্গিত অন্য কেউ নয়, দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
লাহোরে পাক ক্রিকেটের নতুন নির্বাচক কমিটি ঘোষণার সময় শাহিন আফ্রিদির ভবিষ্যৎ প্রসঙ্গ উঠলে পিসিবি চেয়ারম্যান জানান এখনও তিনি জানেন না, পাকিস্তানের হয়ে নেতৃত্ব চালিয়ে যাবেন শাহিন নাকি নতুন কেউ ক্যাপ্টেন হবেন। মহসিন নাকভি বলেন, ‘আমিও জানি না কে পরবর্তী অধিনায়ক হবে। শাহিনই ক্যাপ্টেন্সি চালিয়ে যাবে, নাকি নতুন একজন নেতা হবে, তা ফিটনেস ক্যাম্পের পর ঠিক করা হবে। আমরা বেশ কয়েকটি কৌশলগত ব্যাপার বিবেচনা করব। এখনই সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলছি না। আমরা এ বার একটি দীর্ঘমেয়াদি সমাধান চাই। সেটি শাহিনের হাত ধরে হতে পারে। আবার নতুন কাউকে নিয়েও হতে পারে। পুরোপুরি ভরসা করতে চাই, যাতে একটা ম্যাচ হারলেই অধিনায়ক বদলাতে না হয়।’
২০২৩ সালের নভেম্বরে পাকিস্তান ক্রিকেটের টি-২০ ফর্ম্যাটের ক্যাপ্টেন করা হয় শাহিন আফ্রিদিকে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলে পাকিস্তান। তাতে পাক ক্রিকেট টিম ৪-১ ব্যবধানে হারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। আর তার আগে হঠাৎ করে শাহিন আফ্রিদির নেতৃত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে পিএসএলের জন্য। আগের দুই মরসুমে পিএসএলে লাহোর কালান্দার্সকে খেতাব জিতিয়েছিলেন শাহিন আফ্রিদি। তবে এ বারের পিএসএলে শাহিন আফ্রিদির দল জিতেছে মাত্র একটি ম্যাচ। এবং রয়েছে পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে। যে কারণে শাহিন আফ্রিদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।