করাচি: ফের একবার পাক ক্রিকেটের (Pakistan Cricket) মুখ পুড়ল। প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) এ বার আঙুল তুলেছেন পিসিবির (PCB) দিকে। কিন্তু কেন? আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে পিসিবি। সেই দলে ফিরেছেন পাকিস্তানের তারকা জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। গত জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন। লিগামেন্টে চোট লাগার ফলে এশিয়া কাপেও খেলা হয়নি শাহিনের। এশিয়া কাপ চলাকালীন শাহিন দলের সঙ্গেই ছিলেন। এরপর তিনি হাঁটুর চোটের চিকিৎসার জন্য এবং রিহ্যাব করার জন্য লন্ডনে যান। এতদূর অবধি ঠিকই ছিল। কিন্তু শাহিনের চিকিৎসার বন্দোবস্ত করেনি পিসিবি। এমনকি পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর চিকিৎসার খরচও দেওয়া হচ্ছে না। যার জেরেই রাগে ফুসছেন শাহনের হবু শ্বশুর।
পাকিস্তানের একটি স্থানীয় টিভি চ্যানেলকে শাহিদ আফ্রিদি জানিয়েছেন শাহিন নিজের খরচেই চিকিৎসা করাচ্ছেন ও রিহ্যাব করছেন। তিনি বলেন, “শাহিন নিজের খরচে লন্ডনে গিয়েছে। নিজের খরচেই ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছিলাম আমি। এরপর ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগও করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওর চিকিৎসার জন্য কোনওরকম সাহায্য করেনি। এটা কি ঠিক? ওর জায়গায় যে কেউ থাকলে এই কথাটাই আমি বলতাম।”
শাহিদ আরও বলেন, “ও আমাদের সেরা ফাস্ট বোলার। পাকিস্তানের হয়ে খেলার সময় ও চোট পেয়েছে। ফলে পিসিবির কি উচিত নয়, ওদের চোট পাওয়া প্লেয়ারদের খেয়াল রাখা?” প্রাক্তন পাক তারকার এই মন্তব্যের পর ফের প্রশ্নের মুখে পিসিবি। শাহিন যে আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস, সে কথা ভালো ভাবেই জানে সে দেশের বোর্ড। ফলে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানো উচিত ছিল পিসিবির। এমনই বলছে নেটদুনিয়ায় একাধিক ক্রিকেটপ্রেমীরা।
“Shaheen Shah Afridi went to England on his own. He got his ticket by himself. I arranged a doctor for him and he contacted the doctor. PCB haven’t done anything for him” Shahid Afridi. @SAfridiOfficial @iShaheenAfridi #ShaheenShahAfridi #PakistanCricket #T20WorldCup2022 pic.twitter.com/KnQAqGqzYd
— Maham Gillani (@dheetafridian__) September 15, 2022
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনেইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির। রিজার্ভ: ফখর জামান, মহম্মদ হ্যারিস, শাহনওয়াজ দাহানি