India vs West Innings: শততম ম্যাচে শতরান, ওয়েস্ট ইন্ডিজের বড় রানের হোপ ‘পুরান’ শাইয়ের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 24, 2022 | 11:03 PM

স্লগ ওভারে ভারতীয় বোলিংয়ে নজর কাড়লেন শার্দূল ঠাকুর। ৭ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দূল।

India vs West Innings: শততম ম্যাচে শতরান, ওয়েস্ট ইন্ডিজের বড় রানের হোপ পুরান শাইয়ের
শততম ম্যাচে শতরান, বিশেষ জার্সি শাই হোপকে।
Image Credit source: TWITTER

Follow Us

 

পোর্ট অব স্পেন : নতুন ওয়েস্ট ইন্ডিজ হয়তো বলা যায় না। বদলে যাওয়া অবশ্যই। ভারতের বিরুদ্ধে (INDvWI) সিরিজের আগের কথা বলা যাক। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে কোটার ৫০ ওভার ব্যাটিংই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অথচ ভারতের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স। প্রথম ম্যাচে জয়ের দরজা থেকে ফিরেছে তারা। কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওডিআইতে বিরাট রান ওয়েস্ট ইন্ডিজের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran)। সতীর্থরা অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রাখলেন। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান করলো তারা। শততম ম্যাচে ১১৫ রানের ইনিংস শাই হোপের (Shai Hope)। গত কয়েক ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠলেন। যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক নিকোলাস পুরান (৭৪)। অভিষেক একদিনের ম্যাচ সুখকর হল না ভারতীয় দলের পেসার আবেশ খানের।

মহম্মদ সিরাজ শুরুর স্পেলে সুইংয়ে চাপ তৈরি করলেন। উলটো দিক থেকে সাহায্য পেলেন না তেমন। শাই হোপ-কাইল মেয়ার্স জুটি মজবুত ভিত গড়েন। দশম ওভারে জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার দীপক হুডা। নিজের স্পেলের প্রথম বলেই উইকেট। বল আটকে গিয়েছিল যেন। হুডার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন মেয়ার্স। মাত্র ২৩ বলে ৩৯ রানের ইনিংস। ভারতকে সবচেয়ে বেশি চাপে রাখল শাই হোপ-নিকোলাস পুরান জুটি। চতুর্থ উইকেটে ১২৬ বলে ১১৭ রান যোগ করে তারা। অবশেষে জুটি ভাঙেন শার্দূল ঠাকুর। অফ সাইডে সরে ফ্লিক করতে চেয়েছিলেন নিকোলাস পুরান। লেগ স্টাম্প ছিটকে দেন শার্দূল ঠাকুর। কেরিয়ারের দ্বাদশ অর্ধশতরান নিকোলাস পুরানের (৭৪)।

শততম একদিনের আন্তর্জাতিকে শতরান। এই তালিকায় নাম রয়েছে গর্ডন গ্রিনিজ, ক্রিস কেয়ার্নস, মহম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক, রামনরেশ সারওয়ান, ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের। ১২৫ তম ডেলিভারিতে বিশাল ছয় মেরে শতরান। শততম ওডিআইতে শতরানের তালিকায় নাম লেখালেন শাই হোপ। সবমিলিয়ে ১৩ তম ওডিআই শতরান। তিন অঙ্কের রানে পৌঁছেও ফোকাস হারাননি। ৪৯ তম ওভারে হোপকে ফেরান শার্দূল। ১৩৫ বলে ১১৫ রানের ইনিংস শাই হোপের। স্লগ ওভারে ভারতীয় বোলিংয়ে নজর কাড়লেন শার্দূল ঠাকুর। ৭ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দূল ঠাকুর। সিরাজ উইকেট না পেলেও একটি মেডেন সহ ১০ ওভারে দিলেন ৪৭ রান।

 

Next Article