সাকিব আল হাসানকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে? এটাই এখন বড় প্রশ্ন। চাইলেও এখনই সাকিবকে স্কোয়াডে যোগ করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের মাটিতেই। তেমনই বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও। ওয়ান ডে ক্রিকেটে সরকারি ভাবে অবসর নেননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজেও জায়গা পাননি সাকিব। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল কাউন্টি ক্রিকেটে। সাকিবকে বোলিংয়ে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আইসিসি টুর্নামেন্টই হোক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এমনকি ঘরোয়া ক্রিকেটেও। যতদিন না পরীক্ষায় পাশ করছেন সাকিব শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলে যেতে পারবেন।
ভারত সফরে আসার আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই কয়েক সপ্তাহ আগে নিষিদ্ধ করা হয়। এরপর শ্রীলঙ্কায় টি-টেন লিগে খেললেও বোলিং করতে পারেননি। সাকিবকে পরীক্ষা দিতে হত। আইসিসি স্বীকৃত ল্যাবগুলির মধ্যে আমেরিকার লাউবোরো ইউনিভার্সিটি রয়েছে। সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। যদিও ফেইল করেন।
সাকিব আল হাসান দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন। আইসিসি স্বীকৃত চেন্নাইয়ের ল্যাবে। তাঁর রেজাল্টের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চেন্নাইয়ের এই পরীক্ষার ফল বেরোলেই সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব যদি বোলিং না করতে পারেন, তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবে স্কোয়াডে রাখা হবে কি না, এ নিয়ে প্রবল ধোঁয়াশা। না রাখার সম্ভাবনাই বেশি। সাকিবকে ওডিআই টিমে ফেরাতে আগ্রহী বাংলাদেশ বোর্ডও। কিন্তু বোলিংয়ে নিষেধাজ্ঞা না উঠলে সম্ভাবনা কমবে। সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য এখন ভারতের হাতেই!