India vs New Zealand: টেস্ট অভিষেকের অপেক্ষায় শ্রেয়স আইয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 23, 2021 | 9:32 AM

ব্ল্যাক ক্যাপসদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ভারত। এ বার টেস্ট মঞ্চে ফিরে রাহানেদের লক্ষ্য টেস্ট র‍্যাঙ্কিংয়ের (Test ranking) এক নম্বর জায়গাটা।

India vs New Zealand: টেস্ট অভিষেকের অপেক্ষায় শ্রেয়স আইয়ার
এবার টেস্ট ক্রিকেটের দিকে ফোকাস শ্রেয়সের। সৌ: টুইটার

Follow Us

মুম্বই: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে (Ajinkay Rahane)। কিন্তু প্রশ্ন, বিরাটের বদলে চার নম্বরে ব্যাটিং কে করবেন? ভারতীয় দল সূত্রে খবর, চার নম্বরে ভাবা হচ্ছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। প্রথমে ভাবা হচ্ছিল, কেএল রাহুল খেলতে পারেন বিরাটের জায়গায়। কিন্তু রোহিত শর্মা টেস্ট থেকে বিশ্রাম নেওয়ায় ওপেনিং থেকে রাহুলকে সরাতে রাজি নয় টিম ম্য়ানেজমেন্ট। রাহুলের সঙ্গে ওপেন করবেন শুভমন বা মায়াঙ্ক আগরওয়াল। তাই চার নম্বরে বিকল্প শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও মুম্বইয়ের ক্রিকেটারের হয়ে কথা বলছে।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাক-আপ হিসেবেই টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে ও’কিফকে রান আউট করেছিলেন। টেস্টের মঞ্চে সেটাই তাঁর একমাত্র অভিজ্ঞতা। সব ঠিক থাকলে এ বার তাঁর টেস্ট অভিষেক হচ্ছেই। ঘরোয়া ক্রিকেটে ৫৪টি ম্যাচে ৪৫০০ রান করেছেন তিনি। গড় ৫২.১৮। সেঞ্চুরি ১২টি। হাফ সেঞ্চুরি ২৩টি। যদিও শেষ ২ বছরে লাল বলে কোনও ম্যাচই খেলেননি শ্রেয়স। ২০১৯ সালে ইরানি ট্রফির ম্যাচে তিনি শেষবার খেলেছিলেন।

বিরাট-রোহিতের পাশাপাশি টেস্ট সিরিজে নেই মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর। তাই পেস বোলিংকে নেতৃত্ব দেবেন ইশান্ত শর্মা। তাঁর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন উমেশ যাদব বা মহম্মদ সিরাজ। কানপুরের উইকেটে স্পিন দিয়েই বাজিমাত করার পরিকল্পনা করতে পারে ভারত। তাই, একই সঙ্গে অশ্বিন-জাডেজা ও অক্ষর প্যাটেলকেও দেখা যেতে পারে প্রথম এগারোয়। সে ক্ষেত্রে খেলতে পারেন একজন পেস বোলার।

ব্ল্যাক ক্যাপসদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ভারত। এ বার টেস্ট মঞ্চে ফিরে রাহানেদের লক্ষ্য টেস্ট র‍্যাঙ্কিংয়ের (Test ranking) এক নম্বর জায়গাটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডে টেস্ট সিরিজের পর ভারত আছে দ্বিতীয় স্থানে। দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য সাত। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবে ভারত। সে দিকেই পাখির চোখ টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন : Syed Mushtaq Ali Trophy: শেষ বলে ছয় মেরে মুস্তাক আলি ট্রফি জয় শাহরুখের

Next Article