India vs New Zealand: অভিষেকে নজর কাড়লেন শ্রেয়স, আইয়ার-জাডেজা জুটিতে দিনের শেষে ভালো জায়গায় ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2021 | 5:32 PM

প্রথম দিনের শেষে ভারতকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন শ্রেয়স-জাডেজা জুটি।

India vs New Zealand: অভিষেকে নজর কাড়লেন শ্রেয়স, আইয়ার-জাডেজা জুটিতে দিনের শেষে ভালো জায়গায় ভারত
আইয়ার-জাডেজা জুটিতে দিনের শেষে ভালো জায়গায় ভারত (ছবি-টুইটার)

Follow Us

কানপুর: ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজে নিউজিল্যান্ডকে (New Zealand) হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। কানপুরের গ্রিন পার্কে প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ছাড়াই মাঠে নামে ভারত। আজ কিউয়িদের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টেস্টে ভারতের (India) ৩০৩তম ক্রিকেটের হিসেবে দলে যোগ দিলেন শ্রেয়স। ম্যাচের আগে সুনীল গাভাসকরের হাত থেকে টেস্ট ক্যাপ নিলেন আইয়ার। ৪১ নম্বর জার্সি পরে ব্যাট করতে নামলেন। এবং অভিষেক টেস্টেই নজরকাড়া পারফরম্যান্স দেখা গেল শ্রেয়সের ব্যাটে।

মায়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিলের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ২১ রান তোলার পরই প্রথম ধাক্কা খায় ভারত। প্রথম সেশনে ভারতকে বেশ চাপে রেখেছিলেন কিউয়ি বোলার কাইল জেমিসন। ২৮ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। জেমিসনই কিউয়িদের এনে দেন প্রথম সাফল্য। তিন নম্বরে নামেন চেতেশ্বর পূজারা। লাঞ্চ বিরতি অবধি দলকে টেনে নিয়ে যান গিল-পূজারা জুটি। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন পঞ্জাব তনয় শুভমন গিল। তবে দ্বিতীয় সেশন শুরু হতেই ফের ভারতকে ধাক্কা দেন জেমিসন। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারের শেষ বলেই গিলকে বোল্ড করেন জেমিসন। ৮২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। পূজারা-গিল জুটিতে ৬১ রান যোগ করে ভারতের স্কোরবোর্ডে। তবে গিল ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি পূজারাও। ৮৮ বল খেলে ২৬ রান করেন পূজারা। টিম সাউদি ফেরান পূজ্জিকে। ক্যাপ্টেন রাহানেকেও অধিনায়কসুলভ পারফর্ম করতে দেখা গেল না। চা বিরতির আগেই রাহানেকে ফেরান সেই জেমিসন। ৬৩ বল খেলে ৬টি চার দিয়ে মোট ৩৫ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

আজ পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শ্রেয়স আইয়ার। অভিষেক টেস্টে তিনি নজর কাড়তে সফল। চা বিরতির পর খেলার রাশ হাতে নিতে থাকেন ভারতীয় ব্যাটাররা। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শ্রেয়স। অভিষেক টেস্টে হাফসেঞ্চুরিও করে ফেলেন শ্রেয়স। পাশাপাশি জাড্ডুও দলকে এগিয়ে নিয়ে যেতে যেতে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন।

খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই কানপুরের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। প্রথম টেস্টের প্রথম দিন ৮৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে রাহানের ভারত। ১৩৪ বল খেলে ৭৫ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে ১০০ বল খেলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন রবীন্দ্র জাডেজা। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া চাইবে প্রথম ইনিংসে বড় রান করতে।

Next Article