Shreyas Iyer: ফেসবুকে দীর্ঘ অপেক্ষা আর ব্যর্থ প্রেমের গল্প, শ্রেয়সের এই ঘটনা জানেন?

Watch Video: অনেক সময় ম্যাচের পর ভাইরাল হন স্টেডিয়ামে থাকা কোনও মিস্ট্রি গার্ল। ক্রিকেটাররাও কি গ্যালারিতে থাকা সুন্দরী মেয়েদের দেখেন? সম্প্রতি শ্রেয়স আইয়ারকে (Shreays Iyer) এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সঞ্চালক কপিল শর্মা। উত্তরে শ্রেয়স যে গল্প জানিয়েছেন, তা আগে নিশ্চিতভাবে কখনও শোনেননি।

Shreyas Iyer: ফেসবুকে দীর্ঘ অপেক্ষা আর ব্যর্থ প্রেমের গল্প, শ্রেয়সের এই ঘটনা জানেন?
Shreyas Iyer: ফেসবুকে দীর্ঘ অপেক্ষা আর ব্যর্থ প্রেমের গল্প, শ্রেয়সের এই ঘটনা জানেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 11, 2024 | 12:43 AM

কলকাতা: ‘মুঝসে শাদি করোগি…’, ‘আই লভ ইউ…’ এই ধরনের প্ল্যাকার্ড প্রায়শই ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা যায়। শুধু তাই নয়, ঠিক সেই সকল পোস্টার হাতে থাকা সুন্দরীদের বেছে বেছে ক্যামেরাম্যান ফোকাস করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন এই ছবি কম বেশি প্রতি ম্যাচেই দেখা যায়। অনেক সময় ম্যাচের পর ভাইরাল হন স্টেডিয়ামে থাকা কোনও মিস্ট্রি গার্ল। ক্রিকেটাররাও কি গ্যালারিতে থাকা সুন্দরী মেয়েদের দেখেন? সম্প্রতি শ্রেয়স আইয়ারকে (Shreays Iyer) এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সঞ্চালক কপিল শর্মা। উত্তরে শ্রেয়স যে গল্প জানিয়েছেন, তা আগে নিশ্চিতভাবে কখনও শোনেননি।

শ্রেয়স আইয়ার যখন ব্যর্থ প্রেমিক, মন ভেঙেছিলেন সুন্দরী; তারপর…

সম্প্রতি কপিল শর্মার কমেডি শো-তে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার গিয়েছিলেন। সেখানে কপিল কেকেআরের অধিনায়ক শ্রেয়সকে জানান, অনেক সময় ক্যামেরাম্যান গ্যালারিতে কোনও মেয়েকে ফোকাস করে, যাঁর হাতে থাকে ‘শ্রেয়স আমাকে বিয়ে করো!’ পোস্টার। এরপর শ্রেয়সকে ওই শোয়ের মূল সঞ্চালক কপিল জিজ্ঞাসা করেন তিনি কি কখনও পরে ওই দর্শকদের ভিড়ে মেয়েটিকে খোঁজার চেষ্টা করেছেন? বা ক্যামেরাম্যানকে সেই মেয়েটির ব্যপারে প্রশ্ন করেছেন? শ্রেয়স সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘না’।

এরপর অবশ্য শ্রেয়স নিজেই জানান, অতীতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই সংক্রান্ত এক ঘটনা। তিনি বলেন, ‘যখন আমি প্রথম বার আইপিএলে খেলেছিলাম তখন আমি স্ট্যান্ডে একটা সুন্দর মেয়েকে দেখেছিলাম। আমি ওকে হাই-ও বলেছিলাম। সেটা অনেক বছর আগের কথা বলছি। ম্যাচের শেষে আমি আবার ওর মেসেজ আসার অপেক্ষা করেছিলাম। ওই সময় ফেসবুক খুব চলত। তাই আমি ফেসবুকে ওর মেসেজের অপেক্ষা করেছিলাম। ওই একটাই ঘটনা ঘটেছিল আমার সঙ্গে।’ শ্রেয়সের কথা শুনে হাসতে হাসতে কপিল বলেন, ‘দেখো ও কত সৎ।’ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে।