নয়াদিল্লিঃ ২৩ মার্চ ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। চোটের জন্য আইপিএলে অংশ নিতে পারেননি তিনি। শ্রেয়সের বদলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। তবে বায়োবাবলে কোভিডের হানা মাঝ পথেই বন্ধ হয়ে যায় আইপিএল। সেটাই যেন শাপে বর হয়ে এল শ্রেয়স আইয়ারের জন্য। চোট মুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেলেন তিনি।
ইংল্যান্ডে কাঁধের অস্ত্রপচার করে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়া শুরু করেন শ্রেয়স। এনসিএ জানিয়েছে শ্রেয়স মাঠে নামতে তৈরি। আইয়ার ফিট হওয়ায় সমস্যা মিটল দিল্লি ক্যাপিটালসের। আরবে আইপিএলে অবশিষ্ট অংশ তাঁকে পাবে দল। তবে একই সঙ্গে তৈরি হল সমস্যাও।
পন্থের নেতৃত্বে আইপিএলে ভালো জায়গায় আছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা। এই অবস্থায় অধিনায়ক বদল হবে? নাকি এবার পন্থের নেতৃত্বেই খেলবেন শ্রেয়স? এখনও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে শ্রেয়স ফেরায় দিল্লির মিডল অর্ডর যে আরও জমাট হয়ে উঠবে সে বিষয়ে সন্দেহ নেই।
শ্রেয়স ফেরায় টি-২০ বিশ্বকাপের আগে সুখবর ভারতীয় দলের জন্যও। চোটের আগে ভারতীয় দলের মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করেছিলেন শ্রেয়স। তিনি ফেরায় বিরাটের দলের ব্যাটিংও যে অনেকটা শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখে না।