IPL 2022: শ্রেয়সের হাতে আইপিএল ট্রফি দেখতে পাচ্ছেন কেকেআরের কোন পেসার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 25, 2022 | 4:00 PM

পাঁচ বছর পর আবার কেকেআরে ফিরেছেন সিনিয়র পেস বোলার। আর টিমে যোগ দেওয়ার পরই তাঁর মনে হচ্ছে, এ বার যা ভারসাম্য নাইটদের, তাতে আইপিএল জেতা উচিত।

IPL 2022: শ্রেয়সের হাতে আইপিএল ট্রফি দেখতে পাচ্ছেন কেকেআরের কোন পেসার?
IPL 2022: শ্রেয়সের হাতে আইপিএল ট্রফি দেখতে পাচ্ছেন কেকেআরের কোন পেসার?
Image Credit source: KKR Twitter

Follow Us

নয়াদিল্লি: গত তিন বছর ধরে সেই অর্থে সাদা বলের ক্রিকেটে কোনও ম্যাচই খেলেননি দেশের হয়ে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এই তিন বছরে যদি তাঁকে বিচার করতে হয়, তা হলে টেস্ট ক্রিকেট দিয়েই মাপতে হবে। সেই উমেশ যাদবই (Umesh Yadav) এ বারের আইপিএলকে বেছে নিচ্ছেন প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। ৩৪ বছরের কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পেসার স্বপ্ন দেখছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর। ভারতীয় ক্রিকেট টিমে আবার নতুন করে জায়গা করে নিতে চান। ১১৯টা আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন ১২১টা উইকেট। সেই উমেশই মেগা নিলামে প্রথম দু’বার আনসোল্ড থেকে গিয়েছিলেন। তৃতীয় বার বেস প্রাইস ২ কোটি টাকায় তাঁকে কিনেছে কেকেআর। ২০১৪ সালে কেকেআরের আইপিএলজয়ী টিমের সদস্য উমেশ আরও একবার সাফল্যের শিখরে উঠতে মরিয়া। শনিবার শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। উদ্বোধনী ম্যাচেই কেকেআর খেলতে নামছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি ঘুরে আবার ফিরেছেন কলকাতায়। উমেশ বলছেন, ‘গত ছ’বছরে আমি কেকেআর, আরবিসি, দিল্লিতে খেলেছি। আবার ফিরেছি কেকেআরে। এই সময়টাতে প্রচুর পরিমাণে লাল বলের ক্রিকেট খেললেও সাদা বলের ক্রিকেট খেলার খুব বেশি সুযোগ পাইনি। ২০২০ সালে মাত্র ২টো ম্যাচ খেলেছিলাম আরসিবির হয়ে। পরের বছর দিল্লিতে গিয়ে একটাও ম্যাচ খেলতে পারিনি। এই কারণেই বোধহয় আমাকে লাল বলের ক্রিকেটার ভেবে নেওয়া হয়েছে। ভারতীয় টিমেও কিছু সিনিয়র প্লেয়ার আছে, যারা লাল বলের ক্রিকেটটা দারুণ খেলে বলে তাদের লাল বলের টেস্ট প্লেয়ার ধরে নেওয়া হয়েছে। সেই ধারণাটা এ বার বদলাতে চাই। যে কারণে সাদা বলের ক্রিকেটে সুযোগের অপেক্ষায় আছি।’

মেগা নিলাম থেকে তৃতীয় বার ডানহাতি পেসারকে কিনেছিল কেকেআর। কী মনে হয়েছিল তখন? উমেশের কথায়, ‘নিলামে প্রথম যখন নাম উঠেছিল, কেউ কেনেনি আমাকে। দ্বিতীয় বারও তাই ঘটেছিল। তৃতীয় বার কেকেআর আমাকে কিনেছিল। আর তার জন্য আমি কেকেআরের কাছে কৃতজ্ঞ। ২০১৪ সাল থেকে তিন বছর আমি কেকেআরে খেলেছি। চেনা পরিবেশ, অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক। কেকেআরে আবার ফিরতে যে কারণে ভালো লেগেছিল। আমি নিশ্চিত নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের হাত ধরে এ বার আইপিএল চ্যাম্পিয়ন হবে টিম।’

প্যাট কামিন্স, টিম সাউদিদের মতো প্রথম সারির বোলারের সঙ্গে খেলবেন কেকেআরে। একই সঙ্গে অজিঙ্ক রাহানে রয়েছে টিমে। উমেশ বলছেন, ‘কামিন্সের সঙ্গে এর আগেও দিল্লিতে খেলেছি। আরসিবিতে যখন যোগ দিই, তখন আবার সাউদিকে পেয়েছি। ওরা দু’জনেই খুব ভালো বোলার, ভালো মানুষও। কেকেআরের বোলিং এ বার খুব ভালো। সেই কারণেই আমার মনে হচ্ছে, এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার বিরাট সুযোগ রয়েছে আমাদের। আর রাহানে? অস্ট্রেলিয়াতে গতবছর সিরিজটা যখন আমরা ০-১ হারছি, ওখান থেকে কিন্তু রাহানের ক্যাপ্টেন্সিতেই ঘুরে দাঁড়িয়েছিলাম। দ্বিতীয় ম্যাচের পর আমি চোট পাই। আরও কয়েক জনেরও চোট লেগেছিল। তখনও রাহানে ভীষণ পজিটিভ ছিল। ও দারুণ ক্রিকেটার। হৃদয় দিয়ে খেলে সব সময়।’

আরও পড়ুন: KKR IPL 2022 Live Updates: জানুন দিনভর নাইটদের খুঁটিনাটি খবর

Next Article