AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: ভরসার নাম রিঙ্কু সিং, বিশ্বকাপের মাঝেই দু-জনকে দেশে পাঠাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট!

Team India: জয়ের হ্যাটট্রিক করে ৬ পয়েন্ট নিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেছে মেন ইন ব্লু। নিউ ইয়র্কের পাট চুকিয়ে এ বার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে খবর, দলের দুই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

T20 World Cup 2024: ভরসার নাম রিঙ্কু সিং, বিশ্বকাপের মাঝেই দু-জনকে দেশে পাঠাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট!
T20 World Cup 2024: ভরসার নাম রিঙ্কু সিং, বিশ্বকাপের মাঝেই দু-জনকে দেশে পাঠাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট!Image Credit: X
| Updated on: Jun 14, 2024 | 6:25 PM
Share

কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup 2024) ভালো ছন্দেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। জয়ের হ্যাটট্রিক করে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে মেন ইন ব্লু। নিউ ইয়র্কের পাট চুকিয়ে এ বার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে খবর, দলের দুই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই দুই ক্রিকেটার হলেন শুভমন গিল (Shubman Gill) ও আবেশ খান। তাঁরা দু’জন ভারতের বিশ্বকাপ সফরে রিজার্ভ প্লেয়ারের তালিকায় রয়েছেন। অবশ্য শুধু শুভমন ও আবেশই রিজার্ভ প্লেয়ার হিসেবে ভারতীয় টিমের সঙ্গে সফর করছেন না। শুভমন গিল, আবেশ খান, রিঙ্কু সিং ও খলিল আহমেদ এই ৪ জন ক্রিকেটার মেন ইন ব্লুর বিশ্বকাপ যাত্রায় রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছেন। কেন শুভমন ও আবেশকেই দেশে ফেরাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

টি-২০ বিশ্বকাপের মাঝে শুভমন গিল ও আবেশ খানকেই কেন ভারতে ফেরত পাঠানো হচ্ছে? নিউজ ১৮-কে এক সূত্র বলেছে, ‘এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। অরিজিনাল প্ল্যান ছিল গিল ও আবেশ পুরো টুর্নামেন্টেই টিমের সঙ্গে সফর করবে। কিন্তু ম্যানেজমেন্ট এখন ঠিক করেছে ওদের রিলিজ় করে দেওয়া হবে।’

ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টিমের সঙ্গে নিউ ইয়র্ক পর্বে সফর করার কথা ছিল শুভমন গিল ও আবেশ খানের। আপাতত তাঁরা টিমের সঙ্গে ফ্লোরিডায় চলে গিয়েছেন। আপাতত যা পরিস্থিতি তাতে, শনিবার ভারত-কানাডা ম্যাচ হওয়ার পর দেশে ফিরে আসতে পারেন গিল ও আবেশ। কিন্তু এই দু’জনই কেন? রিঙ্কু সিং ও খলিল আহমেদ কেন নন? এই যুক্তিও আসছে যে রিঙ্কু-খলিলে হয়তো গিল-আবেশের থেকে বেশি ভরসা ভারতীয় টিমের। অবশ্য সত্যিটা কী, তা প্রকাশ্যে আসেনি।