কলকাতা: তিনি নামেই শুধু রাজা নন। কাজেও রাজা। কথা হচ্ছে জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজাকে (Sikandar Raza) নিয়ে। ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথমে ১৯ বলে ১৭ রান করেন রাজা। এরপর বল হাতে নেন ৩টি উইকেট। সেই সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পান সিকান্দার রাজা। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে এক রেকর্ড গড়েছেন রাজা। যাতে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছুয়ে ফেলেছেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার। তিনি ভাঙতে পারেন বিরাট কোহলির (Virat Kohli) এক রেকর্ডও। কী সেই রেকর্ড?
আসলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার ম্যাচের সেরার পুরস্কার রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। তিনি দেশের হয়ে ১২৫টি টি-২০ ম্য়াচে ১৬ বার ম্যাচের সেরা হয়েছেন। কোহলির পরই ছিলেন সূর্যকুমার যাদব। তিনি ৬৮টি টি-২০ ম্যাচে ১৫ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। এ বার জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা ছুয়ে ফেললেন স্কাইকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮৭টি ম্যাচে ১৫ বার সেরার পুরস্কার পেয়েছেন সিকান্দার রাজা।
জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজার সামনে এই সিরিজেই সুযোগ রয়েছে সূর্য ও বিরাটকে ছাপিয়ে যাওয়ার। কারণ ভারত ও জিম্বাবোয়ের এই সিরিজটি ৫ ম্যাচের টি-২০ সিরিজ। তার মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে রাজার জিম্বাবোয়ে। ভারত জিম্বাবোয়ের কাছে হারার আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১২টি ম্যাচ জিতেছিল। হারারেতে হেরে সেই অপরাজিত তকমা ঘুচে গেল। আজ, ৭ জুলাই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ।