কলকাতা: জো জিতা ওহি সিকান্দার… আর তিনি তো নিজেই সিকান্দার। তা হলে রাজ তো করবেনই। ইন্টারন্যাশনাল লিগ টি২০ (Ilt20) তে ডেজার্ট ভাইপার্সের মুখে নেমেছিল দুবাই ক্যাপিটালস। জয়ের জন্য দুবাইয়ের শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা তখন তুঙ্গে। ডাগআউটে থাকা সকলের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল। দুবাইয়ের হয়ে সেই সময় ক্রিজে ছিলেন সিকান্দার রাজা (Sikandar Raza) ও স্কট। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দুবাইকে ম্যাচ জিতিয়েছেন সিকান্দার। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
টস জিতে দুবাই ক্যাপিটালস প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ডেজার্স ভাইপার্সকে। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭১ রান তোলে টিম ডেজার্ট। শেষ বল অবধি হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয় ২০তম ওভারের শেষ বলে। ৪৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার। দেশের হয়েও একাধিক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন সিকান্দার রাজা। এ বার ফ্র্যাঞ্চাইজি লিগেও ম্যাচ জেতানো ইনিংস খেললেন রাজা। স্যাম বিলিংসয়ের ৫৭ রান ও রাজার অপরাজিত ৬০ রানের সুবাদে ৫ উইকেটে শেষ অবধি ম্যাচ জিতে নেয় দুবাই।
শেষ বলে সিকান্দার রাজার ছয় মারার ভিডিয়ো… না দেখলেই মিস…
Dubai Capitals stay alive by the skin of their teeth & they have Raza to thank 🙇🙌
6 needed on the last ball & the 🇿🇼 maestro deposits it over long off 🤯#DVvDC | #KoiKasarNahiChhodenge | #DPWorldILT20onZee pic.twitter.com/iygmkvjHCl
— Zee Cricket (@ilt20onzee) February 9, 2024
ম্যাচের শেষে সিকান্দার রাজা বলেন, ‘১৯ বছর বয়সী আলি নাসের খুব ভালো বল করেছে। আমরা সকলেই কমবেশি আমাদের কেরিয়া এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ১৯ বছরের এক বোলারের শেষ ওভারে ওইভাবে বল করাটা দারুণ। ও প্রায় দলকে জিতিয়ে দিয়েছিল। তুমি এগিয়ে চলো। শেষ ওভারে বল করার চাপটা নেওয়া শিখতে থাকবে। তোমাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। ম্যাচটা আমাদের জিততেই হত। টুর্নামেন্টে টিকে থাকার জন্য। সেটাই করার চেষ্টা করেছি।’
Today’s match hero, Sikandar Raza, shares his thoughts on his team’s nail-biting victory in tonight’s match. In a display of sportsmanship, he offers words of encouragement to 19-year-old bowler Ali Naseer, who bowled him the last over, urging him to stay resilient and offering… pic.twitter.com/0NPrNzl3Ak
— International League T20 (@ILT20Official) February 9, 2024