India vs Australia: সূর্য-বিরাট বিধ্বংসী জুটিতে সিরিজ জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 25, 2022 | 10:48 PM

Hyderabad: অস্ট্রেলিয়া ১৮৭ রানের বড় লক্ষ্য দেয় ভারতকে। সূর্য-বিরাট জুটিতে এই রানকেও সহজ মনে হয়েছিল। শেষ অবধি ৬ উইকেটে জিতল ভারত। টি ২০ বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে।

India vs Australia: সূর্য-বিরাট বিধ্বংসী জুটিতে সিরিজ জয় ভারতের
বিরাট-সূর্যর শতরানের জুটি।
Image Credit source: PTI

Follow Us

 

অস্ট্রেলিয়া ১৮৬-৭ (২০ ওভার)

ভারত ১৮৭-৪ (১৯.৫ ওভার)

হায়দরাবাদ : দীর্ঘদিন পর ম্যাচ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ভারতীয় দলের জন্য ব্যপক সমর্থন। টসে হেরে প্রথমে ব্যাট করে ভারতকে ১৮৭ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। রান তাড়ায় প্রথম ওভারেই আউট লোকেশ রাহুল। ক্রিজে বিরাট কোহলি নামতেই বিরাট চিৎকার। চতুর্থ ওভারে ফিরলেন অধিনায়ক রোহিতও। চেজ মাস্টার বিরাট কোহলির সঙ্গে অনবদ্য জুটি সূর্যকুমার যাদবের। ২৯ বলে ছয় মেরে অর্ধশতরান পূর্ণ করেন স্কাই। মাত্র ৫৯ বলে শতরানের জুটি বিরাট কোহলি-সূর্যকুমার যাদবের। ৬২ বলে ১০৪ রানে জুটি ভাঙল। মাত্র ৩৬ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস সূর্যর। তিনি ফিরতেই আক্রমণাত্মক চেজ মাস্টার। ৩৭ বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম অর্ধশতরানের ইনিংস বিরাটের। হার্দিকের সঙ্গে জুটিতে ম্যাচ ফিনিশ করার দিকেই এগোচ্ছিলেন। শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল। প্রথম বলেই ৬ বিরাটের। পরের বলে আউট। ৪৮ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল গ্যালারি। তবে হার্দিকের ব্যাটে বাউন্ডারি আসতেই জয়ের উল্লাস। ১ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়। সিরিজও জিতল ভারত।

হায়দরাবাদে ব্যাটিং সহায়ক পিচ। তবে বড় বাউন্ডারি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একাদশে ফেরানো হল ভুবনেশ্বর কুমারকে। বাদ পড়লেন ঋষভ পন্থ। অজি শিবিরও একাদশে একটি পরিবর্তন করে। শন অ্যাবটের জায়গায় ফেরানো জয় জশ ইংলিশকে। গত দুই ম্যাচে অনবদ্য বোলিং করেছেন অক্ষর প্যাটেল। এ দিন দ্বিতীয় ওভারেই তাঁকে আক্রমণে আনেন রোহিত। অস্ট্রেলিয়ার মেকশিফ্ট ওপেনার ক্যামেরন গ্রিনের সৌজন্যে রান আটকাতে হিমসিম অবস্থা ভারতের। ব্যাটিং সহায়ক পিচের সুবিধা নিতে ছাড়লেন না। মাত্র ১৯ বলে অর্ধশতরান করলেন ক্যামেরন গ্রিন। কেরিয়ারে প্রথম বার এই সিরিজেই ওপেন করেন। মোহালির পর এই ম্যাচেও বিধ্বংসী ইনিংস। অর্ধশতরানের পর তাঁকে ফেরান ভুবনেশ্বর কুমার। অক্ষর এবং ভুবির সৌজন্যে দুই ওপেনারই প্য়াভিলিয়নে। পাওয়ার প্লে তে ৬৬-২ করে অজিরা। অক্ষর একটি ক্যাচ ফসকান। অষ্টম ওভারে ম্যাক্সওয়েলের রান আউটে কিছুটা স্বস্তি। নতুন স্পেলে বোলিংয়ে এসেই জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল। ফেরালেন জশ ইংলিশকে। ক্রিজে ম্যাথিউ ওয়েড। গত দুই ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে অক্ষরের বিরুদ্ধে এ দিন পারলেন না। তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন ওয়েড। নতুন স্পেলে ওভারে জোড়া উইকেট নিলেন অক্ষর। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট অক্ষরের।

অস্ট্রেলিয়ার শুরুটা বিধ্বংসী হলেও প্রবলভাবে ম্যাচে ফিরেছিল ভারত। ১৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১২৩-৬। যদিও স্লগ ওভারে খেই হারায় ভারত। অজি জার্সিতে প্রথম আন্তর্জাতিক টি ২০ অর্ধশতরান টিম ডেভিডের। তবে এক বলের ব্যবধানেই আউট। হর্ষলের বলে ক্যাচ নিলেন রোহিত শর্মা। ২৭ বলে ৫৪ রানে ফেরেন টিম। অস্ট্রেলিয়া ১৮৭ রানের বড় লক্ষ্য দেয় ভারতকে। সূর্য-বিরাট জুটিতে এই রানকেও সহজ মনে হয়েছিল। শেষ অবধি ৬ উইকেটে জিতল ভারত। টি ২০ বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১৮৬ (টিম ডেভিড ৫৪, ক্যামেরন গ্রিন ৫২, অক্ষর প্যাটেল ৩-৩৩)। ভারত ১৮৭ (সূর্যকুমার যাদব ৬৯, বিরাট কোহলি ৬৩)।

Next Article