Smriti Mandhana Century: টানা দ্বিতীয় সেঞ্চুরি, কিংবদন্তি মিতালি রাজকে ছুঁলেন স্মৃতি মান্ধানা

Jun 19, 2024 | 5:03 PM

India vs South Africa Women: দু-দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি। কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হলেও দেশের মাঠে সেটিই ছিল প্রথম। একটা পেতেই যেন আরও একটার স্বপ্নপূরণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করলেন স্মৃতি। ১২০ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস। এটি তাঁর কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি।

Smriti Mandhana Century: টানা দ্বিতীয় সেঞ্চুরি, কিংবদন্তি মিতালি রাজকে ছুঁলেন স্মৃতি মান্ধানা
Image Credit source: PTI

Follow Us

একের পর এক! দুর্দান্ত ছন্দে স্মৃতি মান্ধানা। ভারতীয় ক্রিকেটের কুইন। বেঙ্গালুরু শহর তাঁকে দু-হাত ভরে উপহার দিচ্ছেন। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে হতাশার পারফরম্যান্স করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হতাশায় ডুবেছিলেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। গত উইমেন্স প্রিমিয়ার লিগে সেই স্মৃতি মান্ধানার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। সেই শহরে এ বার টানা দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি মিতালি রাজকে।

দু-দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি। কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হলেও দেশের মাঠে সেটিই ছিল প্রথম। একটা পেতেই যেন আরও একটার স্বপ্নপূরণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করলেন স্মৃতি। ১২০ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস। এটি তাঁর কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি।

মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল কিংবদন্তি মিতালি রাজের। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রিয় মিতু-দির রেকর্ডে ভাগ বসালেন স্মৃতি। দু-জনের সেঞ্চুরি সংখ্যা এখন সাত। এর পর মিতালিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে স্মৃতির কাছে। ভাইস ক্যাপ্টেনের নজিরের ম্যাচে সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউরও। দক্ষিণ আফ্রিকার বিরুদদ্ধে তাঁরও বিধ্বংসী ইনিংস। ৮৮ বলে ১০৩ রানে অপরাজিত হরমনপ্রীত। জোড়া সেঞ্চুরির সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে ৩২৬ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত।

Next Article