Pakistan Cricket: টিমটা টিম নয়, কার্স্টেন আগুন জ্বালিয়েছেন, ঘি ঢাললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

Jun 19, 2024 | 5:37 PM

T20 World Cup 2024: পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছেন কোচ গ্যারি কার্স্টেন। পাক টিমটা কোনও টিম নয়... এমনটা বলে আগুন জ্বালিয়েছিলেন কার্স্টেন। এ বার গ্যারি কার্স্টেনের মন্তব্যের রেশ টেনে তাতে ঘি ঢাললেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার।

Pakistan Cricket: টিমটা টিম নয়, কার্স্টেন আগুন জ্বালিয়েছেন, ঘি ঢাললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
Pakistan Cricket: টিমটা টিম নয়, কার্স্টেন আগুন জ্বালিয়েছেন, ঘি ঢাললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: X

Follow Us

কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপে বাবর আজমরা যেন ভালো পারফর্ম করেন, তার জন্য ভারতের প্রাক্তন কোচকে দলে আনা হয়েছিল। কথা হচ্ছে গ্যারি কার্স্টেনকে নিয়ে। গত কয়েকদিন ধরে পাকিস্তানের ক্রিকেটাররা যেমন আলোচনায়, ঠিক তেমনই লাইমলাইটে পাকিস্তানের (Pakistan) হেড কোচ গ্যারি কার্স্টেন। এ বারের বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্ব টপকাতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের মাঝে মাঝেই শোনা গিয়েছিল, পাক টিমে আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। একতা নেই। পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছেন কোচ গ্যারি কার্স্টেন। পাক টিমটা কোনও টিম নয়… এমনটা বলে আগুন জ্বালিয়েছিলেন কার্স্টেন। এ বার গ্যারি কার্স্টেনের মন্তব্যের রেশ টেনে তাতে ঘি ঢাললেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার।

পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছিলেন, পাকিস্তান একটা সংগঠিত দল হিসেবে খেলেনি বলেই হেরেছে। তাঁর কথায়, ‘পাকিস্তান টিমে কোনও একতা নেই। ওরা মুখে এটা একটা দল। কিন্তু আসলে এটা কোনও দলই নয়। ক্রিকেটারেরা একে অপরের পাশে দাঁড়ায় না, সাহায্য করে না। যে যার মতো পথ বেছে নিয়েছে। সকলে নিজের মতে করে চলে। আমি তো অতীতে অনেক দলেই কাজ করেছি। কিন্তু কোথাও আমার এমন অভিজ্ঞতা হয়নি। আমার জীবনে এমন দল আগে দেখিনি।’

গ্যারি কার্স্টেনের এই মন্তব্য নিয়ে শোরগোল হয়েছে। এরই মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কার্স্টেন ইতিমধ্যেই বলেছেন পাকিস্তান টিমটা টিমই নয়। ওরা একে অপরের পিছনে লেগে রয়েছে। আলাদা আলাদা গ্রুপ তৈরি করেছে। ওরা একসঙ্গে খেলে ঠিকই, কিন্তু এমন কিছু করে না, যাতে মনে হয় একসঙ্গে খেলছে বলে।’ পরবর্তীতে কার্স্টেন এই মন্তব্য অস্বীকার করেছেন।

এই প্রসঙ্গে আকাশ বলেন, ‘গ্যারি কার্স্টেন সম্ভবত বলেছেন যে তিনি এমন কিছু বলেননি। যাতে পাকিস্তান ক্রিকেটের খারাপ প্রচার হয়। যা-ই হোক না কেন, যেহেতু এটা পাকিস্তান ক্রিকেট সম্পর্কিত চাই অন্য প্রান্ত থেকে হলেও ফাঁস হয়ে যায়। সাফল্য করলে পাশে অনেককে দাঁড়ানোর মতো পাওয়া যায়। কিন্তু একবার ব্যর্থ হলে কেউ এসে দাঁড়াবে না। তাই এই বিষয়টা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।’

Next Article