CAB: সভাপতির দায়িত্ব নিয়েই ঋদ্ধি-সুদীপকে বাংলায় ফেরানোর বার্তা স্নেহাশিসের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 31, 2022 | 7:53 PM

Snehashis Ganguly: স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভবিষ্যতে ঋদ্ধি, সুদীপ বাংলায় ফেরেন কিনা তা সময়ই বলবে।

CAB: সভাপতির দায়িত্ব নিয়েই ঋদ্ধি-সুদীপকে বাংলায় ফেরানোর বার্তা স্নেহাশিসের
Image Credit source: CAB

Follow Us

কলকাতা: গত সপ্তাহেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। সোমবার সরকারী ভাবে সিএবি (CAB) প্রেসিডেন্টের পদে এলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly)। সচিব পদে এলেন নরেশ ওঝা। সহসচিব থাকলেন দেবব্রত দাস। নতুন কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস। অ্যাপেক্স কাউন্সিলেও বেশ কয়েকটি নতুন মুখ। শহরের এক পাঁচতারা হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫টি অ্যাজেন্ডাই পাশ হয়ে যায়। নতুন কমিটিকে স্বাগত জানান প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। নয়া কমিটির উপর ভরসা রয়েছে বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)

সিএবি সভাপতি পদে এসেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফেরানোর উদ্যোগ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। বার্ষিক সাধারণ সভা শেষে সিএবির নতুন সভাপতি বলেন, ‘ঋদ্ধিমান সাহা আর সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফেরার জন্য আহ্বান জানাব।’ উল্লেখ্য, সিএবির আচরণে ক্ষুব্ধ হয়েই বাংলা ছেড়ে ত্রিপুরায় সই করেন ঋদ্ধিমান সাহা। বাংলার উইকেটকিপারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবির যুগ্মসচিব দেবব্রত দাস। যে ঘটনায় আঘাত পেয়েছিলেন ঋদ্ধি। সরকারী ভাবে সিএবি যুগ্মসচিবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি সিএবি। এমনকি যুগ্মসচিব দেবব্রত দাসও ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে কোনও ভুল স্বীকার করেননি। তাই সিএবি ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান সাহা।

অভিমানে বাংলা ছাড়েন বাঁ-হাতি ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়ও। তিনিও ঋদ্ধির সঙ্গে ত্রিপুরায় সই করেন। নতুন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভবিষ্যতে ঋদ্ধি, সুদীপ বাংলায় ফেরেন কিনা তা সময়ই বলবে। এ দিন, বার্ষিক সাধারণ সভায় মোহনবাগান ক্লাব থেকে সিএবির অ্যাপেক্স কাউন্সিলে গিয়েছেন মহেশ টেকরিওয়াল। তপন মেমোরিয়াল ক্লাব থেকে প্রতিনিধিত্ব করছেন সৃঞ্জয় বসু।

Next Article