IPL 2024, KKR: প্র্যাক্টিসে রিঙ্কু সিংয়ের বিশাল ছয় খুদের মাথায়, তারপর?

Mar 12, 2024 | 8:12 PM

Rinku Singh, Kolkata Knight Riders: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আপাতত মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছেন রিঙ্কু সিংরা। ১৫ মার্চ পুরোদমে প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। ঘরোয়া ক্রিকেটারদের অনেকেই মুম্বইয়ে প্র্যাক্টিস করছেন। কেকেআরের প্র্যাক্টিস সেশনেই ঘটল দুর্ঘটনা। রিঙ্কু সিং ম্যাচে কতটা ভয়ঙ্কর, সেটা আইপিএল এবং জাতীয় দলের জার্সিতে দেখিয়ে দিয়েছেন। প্রস্তুতিতেও বিধ্বংসী মেজাজে রিঙ্কু। তাতেই ঘটল বিপদ।

IPL 2024, KKR: প্র্যাক্টিসে রিঙ্কু সিংয়ের বিশাল ছয় খুদের মাথায়, তারপর?
Image Credit source: X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণ স্পেশাল কিছু পারফরম্যান্স দেখা গিয়েছে। তার মধ্যে সেরা মুহূর্ত নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ। শেষ ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রিঙ্কু সিং। ভারতীয় দলেও ফিনিশার হিসেবে ক্রমশ জায়গা পাকা করছেন। এ বার নজরে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের দলে জায়গা পাকা। তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জ্বলে উঠতে প্রস্তুত রিঙ্কু। কিন্তু প্র্যাক্টিস সেশনে একটি দুর্ঘটনা। তারপর? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আপাতত মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছেন রিঙ্কু সিংরা। ১৫ মার্চ পুরোদমে প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। ঘরোয়া ক্রিকেটারদের অনেকেই মুম্বইয়ে প্র্যাক্টিস করছেন। কেকেআরের প্র্যাক্টিস সেশনেই ঘটল দুর্ঘটনা। রিঙ্কু সিং ম্যাচে কতটা ভয়ঙ্কর, সেটা আইপিএল এবং জাতীয় দলের জার্সিতে দেখিয়ে দিয়েছেন। প্রস্তুতিতেও বিধ্বংসী মেজাজে রিঙ্কু। তাতেই ঘটল বিপদ।

প্র্যাক্টিসের সময় স্ট্রেট বাউন্ডারিতে বিশাল ছয় মারেন রিঙ্কু সিং। বল বয় হিসেবে ছিলেন এক খুদে ক্রিকেটার। বল লাগে তার গায়ে। দ্রুত তাকে রিঙ্কুর কাছে নিয়ে আসেন কেকেআরের সাপোর্ট স্টাফ। রিঙ্কু তাকে জিজ্ঞেস করেন, ‘খুব বেশি লাগেনি তো? কোথায় লেগেছে?’ সেই খুদে হাত দিয়ে মাথার সাইড দেখায় যে, সেখানে লেগেছে। রিঙ্কু মাথায় হাত বুলিয়ে দেন। সেই খুদের কাছে দুঃখপ্রকাশ করেন। কেকেআর অ্যাকাডেমির দায়িত্বে থাকা অভিষেক নায়ারও খোঁজ নেন। রিঙ্কু তাঁকে বলেন, ‘স্যার, ওরই বল লেগেছে।’ অভিষেক নায়ার তাঁর হ্যাট খুলে ছেলেটিকে দেন।

রিঙ্কু কতটা সরল, ভালো মানুষ, এ বিষয়ে কারও সন্দেহ নেই। রিঙ্কু তাঁকে জিজ্ঞেস করেন, ‘ছোটু, আর কোনও সমস্যা হচ্ছে? কিছু চাই?’ খুদেটি কোনওরকম ভনিতা না করে, ব্যাথা ভুলে রিঙ্কুর কাছে আব্দার করেন, অটোগ্রাফ চাই। সেই টুপিতে রিঙ্কু, অভিষেক নায়ার অটোগ্রাফ দেন। ততক্ষণে বল লাগার ব্যাথা উধাও। মলম হিসেবে রিঙ্কু সিংয়ের অটোগ্রাফ এবং কেকেআরের হ্যাট মিলেছে যে!

Next Article