TV9 বাংলা ডিজিটাল: ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’। ‘শোলে’ সিনেমার গানটা অমর হয়ে থাকবে বন্ধুত্বের অবদানের জন্য। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। তার জন্য হাসপাতালে রাত কাটালেন জয়দীপ মুখার্জি। মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শনিবারই জৈব সুরক্ষা বলয়ে যাওয়ার কথা ছিল বাংলা দলের ক্রিকেট অপারেশন ম্যানেজার জয়দীপ মুখার্জির। সৌরভের অসুস্থতার খবর শুনে তড়িঘড়ি হাসপাতালে চলে যান জয়দীপ।
সৌরভ গাঙ্গুলির সঙ্গে জয়দীপ মুখার্জির বন্ধুত্ব দীর্ঘদিনের। বিপদের দিনে তাই বন্ধুর সঙ্গেই থেকে যান তিনি। জয়দীপের বদলে বাংলা শিবিরে যোগ দেন সৌরাশিস লাহিড়ী। শনিবারই সৌরাশিসকে ফোন করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। রবিবার সকালেই বাংলা শিবিরে যোগ দিতে জৈব সুরক্ষা বলয়ে যান সৌরাশিস।
আরও পড়ুন:বেঙ্গল টাইগারকে বার্তা বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়কের
১০ তারিখ থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলার প্রথম ম্যাচ ওড়িশার বিরুদ্ধে। ওড়িশা ছাড়াও ঝাড়খণ্ড, হায়দরাবাদ, অসম ও তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবেন অনুষ্টুপরা।