শনিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে মহারাজের। জানান চিকিৎসকরা। এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা দেশে। চিকিৎসকরা রাতেই জানিয়ে দেন সৌরভ বিপদমুক্ত। কিন্তু তাতে সৌরভ ভক্তদের উদ্বেগ কমেনি।
সৌরভের দ্রুত আরোগ্য কামনায় বার্তা উপচে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে টুইট করে সৌরভের দ্রুত আরোগ্য কামনা বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের (Kapil Dev)। মহারাজকে বেঙ্গল টাইগার বলে সম্বোধন করে কপিল লেখেন, দ্রুত কাজে ফিরে এস।
Sourav, our Bengal tiger. Hope to see you back in action soon. All our prayers are with you
— Kapil Dev (@therealkapildev) January 3, 2021
হাসপাতাল সুত্রে খবর, রাতে ভালো ঘুম হয়েছে বোর্ড সভাপতির। সকালে ব্রেকফাস্ট করেছেন। তাঁর ব্লাড প্রেসার, পালস রেট থেকে শারীরীক বিভিন্ন প্যারামিটার সন্তোষজনক। রবিবার গোটা দিন পর্যবেক্ষণে থাকবেন সৌরভ। সোমবার সমস্ত রিপোর্ট নিয়ে বৈঠকে বসবেন চিকিৎসকরা। তারপরই ঠিক হবে বোর্ড সভাপতির চিকিৎসার পরবর্তী পদক্ষেপ।