AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়

SA T20 League: দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন। যদিও বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় সে সময় এই দায়িত্ব দ্রুতই ছাড়তে হয়। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ করা হয়। এ বার নতুন ভূমিকায় বিশ্ব ক্রিকেটের আইকন।

Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit: BCCI
| Updated on: Aug 24, 2025 | 7:05 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকা পালন করেছেন। মেন্টর হিসেবেও দেখা গিয়েছে। এ বার কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আইপিএলে নয়। গত মরসুমেই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানা নিয়েছে জেএসডব্লিউ। যারা দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত। প্রোটিয়া লিগে প্রিটোরিয়া ক্য়াপিটালসকেই কোচিং করাবেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার, ক্যাপ্টেন, ক্রিকেট প্রশাসনে দেখা গিয়েছে সৌরভকে। তবে হেড কোচের দায়িত্বে প্রথম বার সৌরভ গঙ্গোপাধ্যায়।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ চতুর্থ মরসুমে পড়তে চলেছে। টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের সেই অর্থে সাফল্য নেই বললেই চলে। প্রথম মরসুমে গ্রুপ পর্বে টপে ছিল তারা। ফাইনালে ইস্টার্ন কেপের কাছে হার। পরের দুই সংস্করণ অর্থাৎ গত দু-বার প্লে-অফে যেতে পারেনি। দীর্ঘ সময় প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব সামলেছেন জোনাথন ট্রট। তাঁর জায়গায় কোচ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। আর সেদিনই দায়িত্ব শুরু করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ নিয়োগ হয়ে গিয়েছে। ৯ সেপ্টেম্বর অকশনে টিম কম্প্লিট করার মাধ্যমে কাজ শুরু করে দেবেন সৌরভ। খেলোয়াড় পরবর্তী জীবনে ধারাভাষ্য দিয়েছেন। বাংলা ক্রিকেট সংস্থার সচিব, সভাপতির দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে দায়িত্ব সামলেছেন। ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন। যদিও বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় সে সময় এই দায়িত্ব দ্রুতই ছাড়তে হয়। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ করা হয়। এ বার নতুন ভূমিকায় বিশ্ব ক্রিকেটের আইকন।